আইপিএল হবে, আশাবাদী শাহরুখ

কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ খান। ছবি : এএফপি
কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ খান। ছবি : এএফপি
>

করোনাভাইরাস–সংক্রান্ত জটিলতা বেশি দিন থাকবে না, দেরিতে হলেও আইপিএল সুষ্ঠুভাবে সম্পন্ন হবে, এমন আশা কলকাতা নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজির মালিক বলিউড তারকা শাহরুখ খানের

করোনাভাইরাসের কারণে আইপিএল পিছিয়েছে দুই সপ্তাহ। যে আইপিএলের শুরু হওয়ার কথা ছিল ২৯ মার্চ থেকে, এখন শুরু হবে ১৫ এপ্রিল থেকে। কিন্তু ভাইরাস যেভাবে মানুষের মধ্যে সংক্রমিত হচ্ছে তাতে ১৫ এপ্রিল আইপিএল ঠিকঠাক শুরু হবে, এটা মানার মানুষ খুব কমই পাওয়া যাবে। কিন্তু বলিউড শাহরুখ খান সেই নৈরাশ্যবাদীদের দলে নন। তাঁর আশা, দেরিতে হলেও সুষ্ঠুভাবে আয়োজিত হবে আইপিএল।

গতকাল আইপিএল পরিচালনা পর্ষদের বৈঠকের পরে এমন আশা প্রকাশ করেছেন শাহরুখ খান। তাই বলে প্রাণঘাতী এই ভাইরাসকে ছোট করার দেখার কোনো অবকাশ নেই, এটাও জানিয়েছেন তিনি। অর্থ নয়, বরং মানুষের স্বাস্থ্য সুরক্ষা সবার আগে, শাহরুখ খান জোর দিয়ে বলেছেন সেই কথাও। পরিচালনা পর্ষদের সভা শেষে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে নিজের সন্তুষ্টির কথা প্রকাশ করে শাহরুখ লেখেন, ‘মাঠের বাইরে সব ফ্র্যাঞ্চাইজির মালিকের সঙ্গে দেখা করে অনেক ভালো লাগল। আমরা গিয়েছিল আমাদের মতামত জানাতে, উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে আমরা সবাই কী ভাবছি না ভাবছি। দর্শক, খেলোয়াড় ও কর্মকর্তাদের নিরাপত্তা, স্বাস্থ্য সুরক্ষা আমাদের মূল লক্ষ্য। আমাদের সরকার ও স্বাস্থ্য এজেন্সিগুলো যা যা মেনে চলতে বলেছে, আমাদের তা মেনে চলতে হবে। আশা করব ভাইরাসের এই প্রকোপ খুব দ্রুতই কমে যাবে এবং আইপিএল আয়োজিত হবে। সবার স্বাস্থ্যকে মূল গুরুত্ব দিয়ে কীভাবে সামনে এগোনো যায়, এ ব্যাপারে বিসিসিআই ও ফ্র্যাঞ্চাইজিগুলোর মালিক এই ব্যাপারে সরকারকে সব ধরনের সহায়তা করবে এবং পরিস্থিতির দিকে নজর রাখবে। সবার সঙ্গে দেখা হয়ে বেশ লাগল, বারবার স্যানিটাইজারও ব্যবহার করলাম আমরা।’

তবে এই অবস্থায় যেখানে ভাইরাসের সংক্রমণ এত দ্রুতগতিতে হচ্ছে, সেখানে আইপিএল পুরোপুরি বাতিল না হয়ে পেছানো হলো কেন? জানা গেছে, আর্থিক কারণেই সিদ্ধান্তটি নিয়েছে ভারতীয় বোর্ড। আইপিএল বাতিল করলে বিসিসিআই, সম্প্রচারক সংস্থা ও ফ্র্যাঞ্চাইজিদের সব মিলিয়ে ৩০০০ কোটি রুপি লোকসান হতো বলে এক প্রতিবেদনে জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস।