করোনায় বন্ধ ঘোষণা দেশের খেলাধুলা

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশের ঘরোয়া খেলাধুলা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। ছবি: প্রথম আলো
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশের ঘরোয়া খেলাধুলা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। ছবি: প্রথম আলো

করোনাভাইরাস আতঙ্কে স্থবির হয়ে পড়েছে বিশ্ব। একে একে বন্ধ হয়ে যাচ্ছে আন্তর্জাতিক খেলাধুলা। এবার ঘরোয়া খেলাধুলাও বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সভাকক্ষে সব ফেডারেশনকে নিয়ে সভায় বসেছিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। এই সভা শেষে প্রতিমন্ত্রী জানিয়েছেন, আপাতত দেশের সব খেলাধুলা বন্ধ থাকবে।

এর মানে সাত ভেন্যুতে চলমান প্রিমিয়ার ফুটবল লিগ, ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগও বন্ধ হয়ে যাবে। সভা শেষে বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর জানান, মন্ত্রী বিশ্বের বিরাজমান পরিস্থিতির কারণে সব খেলা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। তবে তিনি কোনো তারিখ উল্লেখ করেননি। আপাতত সব খেলা তাই বন্ধ থাকবে।

অথচ করোনাভাইরাস আতঙ্কের মধ্যেও দেশের ফুটবল লিগ চালু রাখার সিদ্ধান্ত নেয় ফুটবল ফেডারেশন। ক্লাবগুলো সম্মতি দেওয়ায় সাত ভেন্যুতেই চলছে খেলা। আর ১৯ মার্চ থেকে নতুন সূচি অনুসারে প্রিমিয়ার লিগের খেলা চলার কথা ছিল।