৩৯ বছরেও খেলবেন রোনালদো?

জুভেন্টাসে আরও চার বছর থাকবেন রোনালদো? ছবি: রয়টার্স
জুভেন্টাসে আরও চার বছর থাকবেন রোনালদো? ছবি: রয়টার্স

রিয়াল মাদ্রিদ থেকে ইতালিয়ান দলবদলের রেকর্ড ভেঙে ক্রিস্টিয়ানো রোনালদোকে এনেছে জুভেন্টাস। সে ঘটনারও প্রায় দুই বছর হতে চলল। ৩৫ বছরের রোনালদো সবকিছু ঠিক থাকলে ৩৭ পর্যন্ত জুভেন্টাসেই থাকছেন। তবে তুরিনের বুড়িরা এতেই সন্তুষ্ট নয়। রোনালদোর পারফরম্যান্সে এতই মুগ্ধ তারা যে আরও দুই বছর চুক্তি বাড়াতে চায়। অর্থাৎ ৩৯ বছর বয়সেও জুভেন্টাসে থাকতে পারেন রোনালদো।

জুভেন্টাসে গিয়েও দারুণ ফর্মে আছেন রোনালদো। গত মৌসুমে মানিয়ে নিতে একটু সময় নিয়েছেন। তবু চ্যাম্পিয়নস লিগের নকআউটে এক হ্যাটট্রিকসহ ২৮ গোলে মৌসুম শেষ করেছেন। এবার তো আছে আরও দুর্দান্ত ফর্মে। লিগে ২২ ম্যাচেই করেছেন ২১ গোল। সব মিলিয়ে করেছেন ২৫ গোল। ফলে জুভেন্টাসের সঙ্গে রোনালদোর চুক্তি এখন পর্যন্ত ২০২২ সাল পর্যন্ত হলেও ক্লাবের আসা আরও দুই বছর চুক্তি বাড়াবেন রোনালদো। এতে অবশ্য রোনালদোর আপত্তি থাকার কথা নয়। কারণ, রিয়াল মাদ্রিদে থাকার সময়ই পর্তুগিজ উইঙ্গার বলেছিলেন ৪১ বছর পর্যন্ত পেশাদার ক্যারিয়ার টানতে চান।

ইতালিয়ান সংবাদমাধ্যম তুত্তোস্পোর্তই জানিয়েছে জুভেন্টাস সমর্থকদের জন্য এমন সুসংবাদ। ফিটনেস নিয়ে সচেতন রোনালদোর শারীরিক দক্ষতা এখনো তরুণ ফুটবলারদের মতো। এ কারণেই সিরি ‘আ’র মতো লিগেও ম্যাচপ্রতি একটি গোল করছেন এই ৩৫ বছরে এসেও। তুত্তোস্পোর্ত এটাও জানিয়েছে, জুভেন্টাসের প্রস্তাবে সানন্দে রাজি হবেন রোনালদো। তবে একটাই শর্ত, স্কোয়াড দুর্বল করা চলবে না। প্রতি মৌসুমেই শিরোপা জেতার মতো দল গড়তে হবে তাদের।