করোনা-মুক্তির প্রার্থনা ওয়াসিম আকরামের

করোনার ভয়াবহতা অনুধাবন করছেন ওয়াসিম আকরাম। ছবি: টুইটার
করোনার ভয়াবহতা অনুধাবন করছেন ওয়াসিম আকরাম। ছবি: টুইটার

করোনাভাইরাসের আক্রমণে সারা বিশ্বে মহামারি রূপ নিয়েছে কোভিড-১৯ রোগ। যেখানে জীবন বাঁচানোই দায় হয়ে পড়ছে, সেখানে খেলা চলে কী করে! করোনা আতঙ্কে তাই স্থবির হয়ে পড়েছে বিশ্ব ক্রীড়াঙ্গন। স্থগিত হয়ে গেছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। পিসিএল বন্ধ হয়ে যাওয়ায় খারাপই লাগছে ওয়াসিম আকরাম-শোয়েব আখতারদের। তবে তাঁরাও করোনার ভয়াবহতা অনুধাবন করছেন তাঁরাও।

প্রথমবারের মতো পিসিএলের প্রতিটি ম্যাচ এবার অনুষ্ঠিত হচ্ছিল পাকিস্তানে। টুর্নামেন্ট চলে এসেছিল প্রায় শেষ দিকে। কিন্তু করোনার থাবায় শেষ হয়েও হলো না শেষ। করোনা-আতঙ্কে বন্ধ হয়ে গেছে পিএসএল। পিসিএল খেলতে আসা ইংলিশ ওপেনার অ্যালেক্স হেলসের করোনাভাইরাসের কিছু সংক্রমণ দেখা দিয়েছে। এমন সব দুঃসংবাদে কারও ভালো লাগার কথা নয়। ভালো লাগছে না ওয়াসিম আকরামেরও। তবে পাকিস্তান কিংবদন্তি সবার সুস্থতা কামনা করেছেন, ‘আমাদের ভালোবাসার পিএসএলে অন্যরকম অবদান রাখায় দেশি-বিদেশি সব খেলোয়াড়কে ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাতে চাই। সবাইকে যার যার পরিবারের কাছে ফিরে যাওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে। আমরা সবার নিরাপত্তা প্রত্যাশা করি। আল্লাহর কাছে প্রার্থনা করি যেন বিশ্বের পরিস্থিতি আবার স্বাভাবিক হয়ে যায়।’ 

কঠিন পরিস্থিতিতে একে অপরের পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন শোয়েব, ‘আমরা অন্য জাতি ও বিশ্বের সামনে মাথা উঁচু করে দাঁড়াব। এটা বৈশ্বিক দুর্যোগ। আর কোনো মানুষ মারা যাক, সেটি কেউই চাই না।’ সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদিরও মন খারাপ পিএসএল বন্ধ হয়ে যাওয়ায়, ‘পিসিএল স্থগিত হয়ে যাওয়ায় খারাপ লাগছে। তবে স্বাস্থ্যের নিরাপত্তাই আগে। বিশেষ করে যাদের বাড়ি ফেরার তাড়া আছে। এই শিরোপা কে জিতবে সিদ্ধান্তটা আগেই নেওয়া দরকার ছিল। টেবিলের শীর্ষে থাকা দলই জিতবে শিরোপা এমন কিছু সিদ্ধান্ত নেওয়া যেত।’