করোনা ঠেকাতে বিসিবি যা করছে

>

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কার্যালয়ের মূল ফটক দিয়ে ঢুকতেই এগিয়ে এলেন দুজন নিরাপত্তাকর্মী। দুজনের মুখে মাস্ক আর হাতে গ্লাভস। একজন ‘হ্যান্ড রাব’ নিয়ে এগিয়ে এলেন। অনুরোধের সুরে বললেন, ‘হাত পরিষ্কার করে যান।’ যাঁরাই বিসিবি কার্যালয়ে আসছেন, পরিচ্ছন্ন থাকার চেষ্টা করছেন। সবার মনে যে এখন করোনা-আতঙ্ক।

ফিটনেস নিয়ে কাজ করতে জিমনেসিয়ামে এসেছিলেন ওপেনার এনামুল হক। স্টেডিয়াম থেকে বের হওয়ার সময় হাত পরিষ্কার করতে দেখা গেল তাঁকে। ছবি: শামসুল হক
ফিটনেস নিয়ে কাজ করতে জিমনেসিয়ামে এসেছিলেন ওপেনার এনামুল হক। স্টেডিয়াম থেকে বের হওয়ার সময় হাত পরিষ্কার করতে দেখা গেল তাঁকে। ছবি: শামসুল হক
একই ব্যবস্থা বিসিবি কার্যালয়ের অভ্যর্থনায়। বিসিবি প্রধান নাজমুল হাসান কার্যালয়ে প্রবেশ করার আগে হাত পরিষ্কার করে নিলেন। তাঁর সঙ্গে ছিলেন বোর্ড পরিচালক মাহবুব আনাম, জালাল ইউনুস ও প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী। সতর্কতা হিসেবে আপাতত বিসিবি কর্মকর্তাদের আঙুলের ছাপ দেওয়া বন্ধ করা হয়েছে। বিসিবি কার্যালয়ের দাপ্তরিক কাজও বন্ধ হয়ে যাবে কি না, এটি অবশ্য বলতে পারেননি বিসিবি সভাপতি নাজমুল হাসান। ছবি: প্রথম আলো
একই ব্যবস্থা বিসিবি কার্যালয়ের অভ্যর্থনায়। বিসিবি প্রধান নাজমুল হাসান কার্যালয়ে প্রবেশ করার আগে হাত পরিষ্কার করে নিলেন। তাঁর সঙ্গে ছিলেন বোর্ড পরিচালক মাহবুব আনাম, জালাল ইউনুস ও প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী। সতর্কতা হিসেবে আপাতত বিসিবি কর্মকর্তাদের আঙুলের ছাপ দেওয়া বন্ধ করা হয়েছে। বিসিবি কার্যালয়ের দাপ্তরিক কাজও বন্ধ হয়ে যাবে কি না, এটি অবশ্য বলতে পারেননি বিসিবি সভাপতি নাজমুল হাসান। ছবি: প্রথম আলো
করোনাভাইরাসের ঝুঁকি এখন সব জায়গায়। মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম এর বাইরে নয়, নিরাপত্তাকর্মীদের এই ছবিই তা বলে দেয়। ছবি: প্রথম আলো
করোনাভাইরাসের ঝুঁকি এখন সব জায়গায়। মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম এর বাইরে নয়, নিরাপত্তাকর্মীদের এই ছবিই তা বলে দেয়। ছবি: প্রথম আলো