১০০ কোটির ক্ষতিও যখন অর্থহীন

অনেক বড় ক্ষতির মুখে আইপিএলের দলগুলো। ফাইল ছবি
অনেক বড় ক্ষতির মুখে আইপিএলের দলগুলো। ফাইল ছবি

ভারতের সংবাদমাধ্যম ‌ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, করোনাভাইরাস মহামারির কারণে এ বছর আইপিএল বাতিল হতে পারে। ফ্র্যাঞ্চাইজি দলগুলোও আইপিএল বাতিলের প্রস্তুতি নিয়ে রেখেছে। এমনকি আশাবাদী নয় ভারতীয় ক্রিকেট বোর্ডও (বিসিসিআই) ।

আইপিএলে এ বছরের সংস্করণের ভবিষ্যৎ নিয়ে মঙ্গলবার টেলিকনফারেন্সে বসেছিল ফ্র্যাঞ্চাইজি দলগুলো। আপাতত এ টুর্নামেন্ট মাঠে গড়ানোর কোনো সম্ভাবনা নেই, জানিয়েছে সংবাদমাধ্যম।
একটি ফ্র্যাঞ্চাইজির কর্মকর্তা ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, ‘বর্তমান অবস্থার প্রেক্ষিতে মনে হচ্ছে আইপিএল এ বছর নাও হতে পারে। এমন হওয়ার সম্ভাবনাই বেশি।’ আইপিএল বাতিল হলে ২০০০ কোটি রুপিরও বেশি রাজস্ব হারাবে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ১০০ কোটি রুপি করে হারাবে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি দল। কোনো ক্ষতিপূরণ পাবে না তারা।

সেই কর্মকর্তা এ নিয়ে বলেন, ‘ফ্র্যাঞ্চাইজি কোনো ক্ষতিপূরণ পাবে না। (বাতিল হলে) টাকা কোথাও যাবে না। তাই ক্ষতিপূরণের প্রশ্ন ওঠার সুযোগ নেই।’ আইপিএলে দৈবদূঘর্টনায় বাতিল হওয়া নিয়ে নাকি এমন কোনো ধারা নেই, এটি উল্লেখ করে একমত হয়েছেন একটি ফ্র্যাঞ্চাইজি দলের প্রধান নির্বাহী।

বিসিসিআই এখন আপাতত আইপিএল নিয়ে ভাবছে না। বিসিসিআইয়ের এক বড় কর্মকর্তা বলেছেন, ‘ভবিষ্যৎ নিশ্চিত না। জানি না ভ্রমণে বাধ্যবাধকতা বা ভিসা নিষেধাজ্ঞা কবে উঠবে। কেউ জানে না সবকিছু কবে ঠিক হবে। ততক্ষণ পর্যন্ত এসব অর্থহীন (আইপিএল নিয়ে পরিকল্পনা)।’

বিসিসিআইয়ের সেই কর্মকর্তা আরও ব্যাখ্যাও করলেন, ‘ধরুন এখানে (ভারত) সব ঠিক হয়ে গেল। কিন্তু অন্য কোথাও ঠিক হলো না...আমরা ঠিক নিশ্চিত নই। জাপান, অলিম্পিকের আয়োজক দেশ, ওরা স্থগিত রাখার কথা ভাবছে। এই মহামারি খেলা কিংবা আইপিএলের চেয়েও অনেক বড়।’

মহামারি করোনাভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে বিশ্বের ১৬৮টি দেশ। প্রায় ৩ লাখ ৮০ হাজারের মতো মানুষ সংক্রমিত হয়েছে। মৃতের সংখ্যা ১৬ হাজারের বেশি। প্রায় গোটা বিশ্বেই সব ধরনের খেলাধুলা থেমে গেছে।

আইপিএল মাঠে গড়াতে অনির্দিষ্টকাল পর্যন্ত অপেক্ষার সুযোগ নেই। জুনের প্রথম সপ্তাহের পর এ টুর্নামেন্টের জন্য আর ফাঁকা সূচি নেই। এশিয়া কাপে অংশ না নিয়ে সেপ্টেম্বরে আইপিএল শুরু করার বিষয়েও খুব আত্মবিশ্বাস দেখাতে পারলেন না বিসিসিআই অফিশিয়াল, ‘এ মুহূর্তে কোনো কিছু ভাবার সুযোগ নেই। এটা (করোনা মহামারি) থামলেই কেবল চেষ্টা করা।’