করোনার বিপক্ষে ভারতে টেন্ডুলকারই এগিয়ে

৫০ লাখ রুপি দিলেন শচীন টেন্ডুলকার। ছবি: আইএএনএস
৫০ লাখ রুপি দিলেন শচীন টেন্ডুলকার। ছবি: আইএএনএস
>করোনার বিরুদ্ধে লড়াইয়ে ৫০ লাখ রুপি নিয়ে এগিয়ে এলেন ক্রিকেটের কিংবদন্তি শচীন টেন্ডুলকার

করোনাভাইরাসের বিরুদ্ধে এক অসম লড়াইয়ের নেমেছে গোটা বিশ্ব। কেবল রোগের মোকাবিলা নয়, করোনার কারণে বিশ্বব্যাপী তৈরি হয়েছে নানা ধরনের মানবিক সমস্যা। পৃথিবীর অনেক দেশেই করোনা থেকে বাঁচতে চলছে লকডাউন। এতে করে দরিদ্র শ্রেণির লোকজন পড়েছেন মহাবিপদে। জিনিসপত্রের দাম বেড়ে গেছে, বাজার থেকে অনেক নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদিও উধাও হয়ে গেছে। ভারতে ২১ দিনের লকডাউন শুরু হয়েছে। এ সময় দরিদ্র মানুষের সাহায্যে এগিয়ে এসেছেন অনেকেই। শুক্রবার করোনার লড়াইয়ে ৫০ লাখ রুপি দিয়েছেন ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকার।

টেন্ডুলকার এই ৫০ লাখ রুপি সমানভাবে ভাগ করে দিয়েছেন প্রধানমন্ত্রী ও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে। ভারতীয় ক্রীড়াবিদদের মধ্যে এখনো পর্যন্ত এটিই করোনার বিরুদ্ধে লড়াইয়ে সর্বোচ্চ অবদান। টেন্ডুলকার ছাড়াও তাঁর সাবেক সতীর্থ, বর্তমানের বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলীও করোনার বিরুদ্ধে লড়াইয়ে শামিল হয়েছেন। তিনি তাঁর রাজ্য পশ্চিমবঙ্গের সরকারি স্কুলগুলোর দরিদ্র শিশুদের জন্য ৫০ লাখ রুপির সম পরিমাণ চাল সরবরাহের কথা ঘোষণা দিয়েছেন। এগিয়ে এসেছেন বাংলার তারকা ক্রিকেটার লক্ষ্মী রতন শুক্লাও। এ শতকের শুরুতে ভারতীয় দলের হয়েও কিছু ম্যাচ খেলেছিলেন তিনি। পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের সাংসদ লক্ষ্মী তাঁর তিন মাসের বেতন আর পেনশন দান করে দিয়েছেন করোনার বিরুদ্ধে কঠিন এ লড়াইয়ে।

ভারতের এখনো পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে ১৭ জন। প্রতিদিনই এ রোগে আক্রান্ত মানুষের সংখ্যা বাড়ছে।