অবসরের কথা জানিয়ে দিলেন হাফিজ

অবসরের সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন হাফিজ। ফাইল ছবি
অবসরের সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন হাফিজ। ফাইল ছবি
>

৪০ বছরে পা দিয়েই অবসরে যাবেন মোহাম্মদ হাফিজ

সমালোচকদের শান্ত করার উপায় খুঁজে পেলেন 'দ্য প্রফেসর।' ৩৯ বছর বয়সেও কেন খেলে যাচ্ছেন, কেন তরুণ ক্রিকেটারদের জায়গা করে দিচ্ছেন না-এমন প্রশ্ন নিয়মিত শুনতে হয় মোহাম্মদ হাফিজকে। প্রশ্নবাণে জর্জরিত হাফিজ অবশ্য ওতে কখনো ভ্রুক্ষেপ করেননি। করোনা সংকটের সময়ে কিছুদিন বাড়তি সময় মিলেছে। আর এ সময়েই ভেবেচিন্তে অবসরের সিদ্ধান্তের সময় নিয়েছেন।

অবসর অবশ্য মাঠ থেকেই নিতে চান। এভাবে ঘরে বসে থেকেই অবসরে যাওয়ার ইচ্ছে নেই এই অলরাউন্ডারের। আগামী অক্টোবরে ৪০ পূর্ণ করতে যাওয়া হাফিজ অবসরে যেতে চান নভেম্বরের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলে। আরেকটি বৈশ্বিক টুর্নামেন্টে পাকিস্তানের প্রতিনিধিত্ব করার ইচ্ছা জানিয়েছেন, 'টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেব। তখন শুধু টি-টোয়েন্টি লিগগুলোতে খেলব।'

টেস্ট ক্রিকেট থেকে অবশ্য আগেই সরে গেছেন হাফিজ। গত কিছুদিন শুধু সাদা বল আর রঙিন পোশাকে দেখা যাচ্ছে তাঁকে। ৫৫ টেস্ট, ২১৮ ওয়ানডে ও ৯১ টি-টোয়েন্টির হাফিজকে বিশ্বকাপের পর বাতিলের খাতায় ফেলে দিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। কিন্তু ঘরোয়া ক্রিকেট দিয়ে ঠিকই আবার জায়গা করে নিয়েছেন। বাংলাদেশের বিপক্ষে খেলেছেন টি-টোয়েন্টি সিরিজেও। অবসরের ব্যাপারে যে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন তা নিশ্চিত। তবে মাঠ থেকে একেবারে বিদায় নিচ্ছেন কি না এ প্রশ্নের উত্তরে দ্বিধাগ্রস্ত শোনাল হাফিজকে, 'কোচিং করাতে পারি (অবসরের পর)। আমি জানি না এখনো। যখন সময় হবে তখন সিদ্ধান্ত নেব।'

কিছুদিন আগে পিএসএলে স্পট ফিক্সিংয়ের দায়ে নিষিদ্ধ হওয়া শারজিল খানকে প্রত্যাবর্তনের সুযোগ দেওয়ায় ক্রিকেট বোর্ডের সমালোচনা করেছিলেন। এর ফলে বোর্ড তাঁর ওপর ক্ষেপে গিয়েছে। এতেই অবসরের সিদ্ধান্ত জানিয়ে দিলেন কি না হাফিজ কে জানে। তবে ম্যাচ পাতানোর বিরুদ্ধে বরাবরই উচ্চকণ্ঠ হাফিজ এর আগে মোহাম্মদ আমিরকে ফেরানোর ব্যাপারেও নিরুৎসাহী ছিলেন।