করোনার মধ্যে পেইনের মানিব্যাগ চুরি

নতুন ঝামেলায় পড়লেন পেইন। ফাইল ছবি
নতুন ঝামেলায় পড়লেন পেইন। ফাইল ছবি

সময়টা এমনিতেও ভালো যাচ্ছে না। মাঠে খেলা নেই, নেই অনুশীলন করার সুযোগও। ঘরে বসে জিম করা ছাড়া খেলোয়াড়দের সময় কাটানোর সুযোগ কম। এ অবস্থায় বাড়তি ঝামেলা কে চায়? কিন্তু অস্ট্রেলিয়ান টেস্ট অধিনায়ক টিম পেইনের কপালই খারাপ। আজ সকালে তাঁর ঘুম ভেঙেছে মানিব্যাগ চুরির খবরে। 

এমনিতেই মাথায় অনেক দুশ্চিন্তা নিয়ে ঘুরছেন। সাবেক অধিনায়ক স্টিভ স্মিথের নিষেধাজ্ঞা কেটেছে, আবার দলের অধিনায়ক হওয়ার যোগ্যতা অর্জন করেছেন স্মিথ। এ অবস্থায় পরবর্তী সিরিজে নিজের রাজত্ব থাকে কি না পেইনের, সে দুশ্চিন্তা থাকছেই। এ অবস্থায় সকালে তাঁকে ব্যাংক থেকে জানানো হলো, তাঁর ক্রেডিট কার্ড অন্য কেউ ব্যবহার করেছে।

পেইনের ক্রেডিট কার্ড শুধু চুরিই হয়নি, সে সঙ্গে তাঁর গাড়িও জোর করে খোলা হয়েছে। এর পেছনে অবশ্য পেইনেরও ভূমিকা আছে। এসইএন ব্রেকফাস্টকে বলেছেন, ‘আমি আমার গ্যারেজকে জিম বানানোর চেষ্টা করেছি। আমি ভেবেছি পারলে আমার কাভার ড্রাইভ নিয়েও কাজ করব এ সময়ে। কিন্তু আজ একটা ধাক্কা খেলাম। কারণ, এটা করতে গিয়ে গাড়িটা রাস্তায় রেখেছিলাম। সকালে ব্যাংক থেকে মেসেজ দেওয়া হলো যে আমার ক্রেডিট কার্ড ব্যবহার করছে কেউ। দ্রুত বাইরে গিয়ে দেখি, গাড়ির দরজা খোলা এবং মানিব্যাগটা নেই।’

আপাতত নতুন ক্রেডিট কার্ড নিয়ে ঝামেলা মেটাবেন পেইন। কিন্তু জাতীয় দলে তাঁর অধিনায়কত্ব নিয়ে ওঠা শঙ্কা কীভাবে কাটাবেন? এ ব্যাপারে অবশ্য অধিনায়ককে বেশ চিন্তামুক্ত মনে হয়েছে। স্মিথ অধিনায়কত্ব পাক সেটা পেইনও চান, ‘যখন আমি দায়িত্বে থাকি, তখন ওর কাছ থেকে সব ধরনের সাহায্য নিই। আমি যখন তার অধীনে ছিলাম, অসাধারণ অধিনায়কত্ব করত। আশা করি, একদিন যখন ঝামেলা শেষ হবে, সে দেশকে আবার নেতৃত্ব দেবে। বিশ্বে অন্যতম সেরা ক্রিকেট মস্তিষ্ক তার। আমি ওর মতামত পছন্দ করি এবং আমি নিশ্চিত ওর কাছ থেকে সাহায্য নেওয়া যায়।’