বাংলাদেশের অপেক্ষায় কনওয়ে

ডেভন কনওয়ে। ছবি: টুইটার
ডেভন কনওয়ে। ছবি: টুইটার
>

দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান ডেভন কনওয়ে আগামী আগস্টেই হয়ে যাবেন নিউজিল্যান্ডের। আর আগস্টেই বাংলাদেশ সফর করার কথা কিউইদের

নিউজিল্যান্ডের উদ্দেশে জন্মভূমি দক্ষিণ আফ্রিকা ছেড়েছিলেন তিন বছর আগে। এরপর থেকেই নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেটের রান বন্যা বইয়ে দিচ্ছেন ২৮ বছর বয়সী ডেভন কনওয়ে। তাঁর স্বপ্ন কিউইদের হয়ে টেস্ট খেলার। কিন্তু আইসিসির নিয়মের কারণে অপেক্ষা করতে হয়েছে তিন বছর। আইসিসির নিয়ম অনুযায়ী প্রতি বছর কমপক্ষে ১০ মাস নিউজিল্যান্ডে থাকলে কিউইদের হয়ে খেলার অনুমতি পাবেন এই বাঁহাতি ব্যাটসম্যান।

নিয়ম অনুযায়ী আগামী আগস্ট থেকেই নিউজিল্যান্ডের হয়ে খেলতে পারবেন তিনি। আগস্টে বাংলাদেশ সফরে দুটি টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ খেলবে নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের নির্বাচকেরা চাইলেই ঘরোয়া ক্রিকেটের 'রান মেশিন' কনওয়েকে বাংলাদেশে পাঠাতে পারেন।

কনওয়ে অবশ্য খুশির খবরটি মন খুলে উপভোগ করতে পারছেন না। করোনাভাইরাসের কারণে পুরো ক্রিকেট বিশ্ব এখন থমকে আছে। শঙ্কা আছে নিউজিল্যান্ড-বাংলাদেশ সিরিজ নিয়েও। তাই ভালো খবরেও ঠিক ভালো নেই এই কিউই ক্রিকেটার, 'মিশ্র অনুভূতি কাজ করছে। নিউজিল্যান্ডের হয়ে খেলতে পারব, এটা শুনে অবশ্যই খুশি হয়েছি। আবার সারা বিশ্বের অবস্থা যেমন চলছে, সেটাও মাথায় কাজ করছে।'

২০১৯-২০ মৌসুমে ঘরোয়া ক্রিকেটে তিন সংস্করণ মিলিয়ে ১৮০০ রান করেছেন কনওয়ে। ওয়েলিংটনকে টি-টোয়েন্টি সুপার স্ম্যাশ ও প্লাংকেট শিল্ড ডবল জিতিয়েছেন। তবে ঘরোয়া ক্রিকেট আর আন্তর্জাতিক ক্রিকেটের পার্থক্যটা বোঝেন কনওয়ে। নিউজিল্যান্ডের হয়ে খেলার সুযোগ থাকলেও কাজটা যে সহজ হবে না, ভালোই জানা এই বাঁহাতি ব্যাটসম্যানের, 'কাজটা সহজ না। নিউজিল্যান্ড দলে এক থেকে ছয় পর্যন্ত বিশ্বমানের ব্যাটসম্যান আছে। আমি কোথায় খেলব বলতে পারব না। যখন সুযোগ আসবে, আমি সেটা দুই হাতে লুফে নিতে