বাংলাদেশ সিরিজ নিয়ে সংশয়ে অস্ট্রেলীয় অধিনায়ক

জুন মাসে কি দেখা হবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার। ফাইল ছবি: এএফপি
জুন মাসে কি দেখা হবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার। ফাইল ছবি: এএফপি
>

করোনাভাইরাসের কারণে স্থগিত হতে পারে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ। বিশ্বের বর্তমান পরিস্থিতিতে সিরিজ বাতিল হলে অবাক হবেন না অস্ট্রেলীয় অধিনায়ক টিম পেইন।

করোনাভাইরাসের কারণে ইতিমধ্যেই বেশ কিছু দ্বিপাক্ষিক সিরিজ স্থগিত করা হয়েছে। জুন মাসে অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি ম্যাচ খেলার কথা ছিল দুই দলের। তবে সিরিজটি অনুষ্ঠিত হওয়া নিয়ে সংশয়ে আছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক টিম পেইন।

অস্ট্রেলীয় অধিনায়কের চোখে ভাইরাস পরিস্থিতিতে খেলার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ মানুষের সুস্থতা ও স্বাভাবিক জীবন যাপন। তিনি বলেছেন,‘ বিশ্ব এখন বড় সমস্যা সামলাচ্ছে। পুরো পরিস্থিতিই যে কোনো খেলা থেকে বেশি গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ হলো বিশ্বের সঠিক রাস্তায় ফেরা, মানুষের সুস্থতা ও স্বাভাবিক জীবন যাপন।’

বিশ্ব যেখানে টিকে থাকার সংগ্রাম করছে, সেই পরিস্থিতিতে সিরিজ বা ক্রিকেট নিয়ে ভাবতে খুব একতা আগ্রহ পাচ্ছেন না পেইন। বরং সম্ভাব্য সিরিজ হবে কি না, এমন প্রশ্নে  বিরক্ত স্পষ্ট পেইনের কণ্ঠে, ‘এখন যে অবস্থা, তাতে এখন সিরিজ নাও হতে পারে, বিশেষ করে জুন মাসে। এটা বুঝতে আপনাকে আইনস্টাইন হতে হবে না। তবে সিরিজটি সম্পূর্ণ বাতিল হবে নাকি পিছিয়ে যাবে, সেটা এখন বলা মুশকিল।’

এদিকে ইংল্যান্ড অধিনায়ক জো রুটের তর সইছে না মাঠে নামার। ২০১৯ সালে ঘরের মাঠে অ্যাশেজ জিততে না পারার প্রতিশোধ নিতে চায় রুটের ইংল্যান্ড। অস্ট্রেলিয়াকে হারাতে চায় তাদের আঙিনায়। এখন থেকেই ২০২১-২২ অ্যাশেজের পরিকল্পনা শুরু করে দিয়েছে ইংল্যান্ড। অস্ট্রেলিয়া অবশ্য এত কিছু ভাবছে না। অ্যাশেজের আগে টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জয় তাদের লক্ষ্য।

সব ঠিক থাকলে বাংলাদেশকে হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় এগিয়ে যেতে চাইবেন অস্ট্রেলীয় অধিনায়ক, ‘অ্যাশেজ নিয়ে ভাবছি না। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলা এবং শিরোপা জেতা এখন লক্ষ্য।’