মহামারির বিরুদ্ধে ক্রিকেটারদের তহবিল

কোয়াবের সঙ্গে উপদেষ্টা কমিটিতে থাকছেন টেস্ট অধিনায়ক মুমিনুল হক ও ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। ছবি: প্রথম আলো
কোয়াবের সঙ্গে উপদেষ্টা কমিটিতে থাকছেন টেস্ট অধিনায়ক মুমিনুল হক ও ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। ছবি: প্রথম আলো
>করোনাভাইরাস মোকাবেলায় এগিয়ে আসছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ

করোনাভাইরাস মহামারির কঠিন এ সময়ে অসহায় ও দরিদ্র মানুষদের পাশে দাঁড়ানোর জন্য সাহায্য তহবিল গঠন করতে যাচ্ছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। বর্তমান ও সাবেক ক্রিকেটার, সকল ক্রিকেট সংগঠক, ক্রিকেট অনুরাগী ও শুভানুধ্যায়ীদের সমন্বয়ে কমিটি গঠন করে মানুষের পাশে দাঁড়াবে কোয়াব। আজ কোয়াব এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে।

কোয়াবের এই কার্যক্রমে উপদেষ্টা কমিটির প্রধান হিসেবে আছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। সভাপতি নাঈমুর রহমান আছেন আহ্বায়ক কমিটির প্রধান হিসেবে। জাতীয় দলের টেস্ট অধিনায়ক মুমিনুল হক ও ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালও আছেন কমিটিতে।

চলমান করোনা সংকট মোকাবিলার বাংলাদেশ ও প্রবাসে অবস্থানরত বর্তমান ও সাবেক ক্রিকেটার, ক্রিকেট সংগঠক ও সকল ক্রিকেট অনুরাগীদের নিচের ব্যাংক অ্যাকাউন্টে সহায়তার আহ্বান জানানো হয়েছে...

‘ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)’
ওয়ান ব্যাংক লিমিটেড, ধানমন্ডি শাখা
হিসাব নম্বর: ০১৩০১০৫৪৬৯০০৪
সুইফট কোড: ONEBBDDH
RN no :১৬৫২৬১১৮৪