জন্মদিনকেই বেছে নিলেন জাহানারা

করোনাভাইরাসের সময়টায় গরিবদুঃখীদের পাশে দাঁড়ালেন নারী দলের অলরাউন্ডার জাহানারা আলম। ছবি: প্রথম আলো
করোনাভাইরাসের সময়টায় গরিবদুঃখীদের পাশে দাঁড়ালেন নারী দলের অলরাউন্ডার জাহানারা আলম। ছবি: প্রথম আলো
>আজ ছিল জাহানারা আলমের জন্মদিন। ২৭ বছরে পা রাখার এ দিনটিকেই তিনি বেছে নিলেন মানবতার সেবায়

করোনাভাইরাসের সময় দুস্থদের সাহায্যের হাত বাড়িয়ে দিলেন নারী দলের অলরাউন্ডার জাহানারা আলম। মিরপুরে নিজ এলাকায় ৫০টি নিম্ন আয়ের পরিবারকে আজ সকালে চাল, ডাল ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্য দিয়ে সহায়তা করেছেন জাহানারা। আজ ছিল তাঁর জন্মদিন।

এ দুঃসময়ে সবাইকেই অসহায় মানুষদের সাহায্যের এগিয়ে আসার আহ্বান জানিয়েছে তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে জাহানারা লিখেছেন, ‘এটা কোনো লোক দেখানো পোস্ট নয়। আমার সামর্থ্য অনুযায়ী যতটুকু সম্ভব হয়েছে আমি তাদের পাশে দাঁড়িয়েছি। আপনাদেরকেও অসহায়দের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি। আপনার সামর্থ্যের মধ্যে একজন, পাঁচজন বা তার অধিক ব্যক্তিকে যে যতটুকু পারেন সাহায্যের হাত বাড়িয়ে দিন। আমরা পারি আমাদের দেশের এই সংকটময় মুহূর্তে অসহায় মানুষদের পাশে দাঁড়াতে।’

জাতীয় দলের পুরুষ ক্রিকেটাররা করোনা তহবিলে নিজেদের বেতনের অর্ধেক টাকা দিয়েছেন। গত দুই সপ্তাহে ব্যক্তিগতভাবে অনেকেই দাঁড়িয়েছেন নিম্নআয়ের মানুষদের পাশে। এবার এগিয়ে আসছেন দেশের নারী ক্রিকেটাররা।