সাংবাদিকের ওপর চটেছেন বেন স্টোকস

>সামাজিক যোগাযোগমাধ্যমে এক ইংলিশ সাংবাদিকের ওপর চড়াও হয়েছেন ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস।

খবরের শিরোনামে থাকতে হয়তো পছন্দ করেন ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস। কদিন আগেই আগামী অ্যাশেজ সিরিজের জন্য অস্ট্রেলিয়াকে প্রচ্ছন্ন হুমকি দিয়ে রাখলেন। এখন আবার সামাজিকযোগাযোগ মাধ্যমে এক সংবাদের প্রতিবাদে এক সাংবাদিককে মিথ্যাবাদী বললেন।
করোনাভাইরাসের কারণে খেলা বন্ধ থাকায় আর্থিক ক্ষতি কমাতে এপ্রিল ও মে মাসে ক্রিকেটারদের বেতনের ২০ ভাগ কেটে নেওয়ার প্রস্তাব দিয়েছিল ইংলিশ ক্রিকেট বোর্ড (ইসিবি)। ক্রিকেটাররা ইসিবির প্রস্তাবে সাড়া দেয়নি। করোনাভাইরাসের সময় বোর্ডকে সাহায্য করতে চাননি ইংলিশ ক্রিকেটাররা।
এই খবর সংবাদমাধ্যমে প্রকাশিত হলে মেজাজ হারান স্টোকস। সাংবাদিককে টুইটারে স্টোকস বলেছেন, ‘সম্পূর্ণ মিথ্যা কথা!’ স্টোকসকে সেই সাংবাদিক প্রমান দেখাতে চাইলেও তাঁকে কটাক্ষ করেছেন স্টোকস।
পরে জানা গেছে, ক্রিকেটারদের অনিচ্ছায় বেতন কাটতে পারেনি ইসিবি। করোনাভাইরাসের কারণে পুরো ইংলিশ গ্রীষ্মে খেলা না হলে ৩০ কোটি পাউন্ড ক্ষতি হবে ইসিবির। ক্রিকেটারদের বেতন কেটে আর্থিক ক্ষতি কিছুটা কমাতে চেয়েছিল ইসিবি।
ইসিবিপ্রধান নির্বাহী টম হ্যারিসন বলেছেন, ‘আমি খেলোয়াড়দের উৎসাহিত করছি, এপ্রিল ও মে মাসে ২০ ভাগ বেতন কম গ্রহন করার জন্য।’ কিন্তু ক্রিকেটাররা ইংল্যান্ডের পেশাদার ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের মাধ্যমে বোর্ডের বেতন কাটার প্রস্তাবের বিরোধিতা করে।