শট আর ঘরের মেঝে পরিস্কারের কৌশল একই: মাঞ্জেরেকার

>কোয়ারেন্টাইনে থেকে মাঞ্জরেকারের আবিস্কার, ঘরের মেঝে পরিস্কার আর সুইপ শটের কৌশল একই।

ঘরে বসে বসে ক্রিকেটের সঙ্গে জীবনের মিল খুঁজে বেড়াচ্ছেন সাবেক ভারতীয় ক্রিকেটার সঞ্জয় মাঞ্জরেকার। করোনাভাইরাসের কারণে কোয়ারেন্টাইনে আছেন তিনি। ঘরে আটকা পড়ে সব ধরনের গৃহস্থালি কাজ করছেন।

কদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে সবজি কাটার ভিডিও পোস্ট করেছিলেন। কাল আবার ঘরের মেঝে পরিষ্কার করতে করতে নিজের ক্লান্তির কথা জানিয়েছেন। আজ ঘর পরিষ্কার করার সঙ্গে ক্রিকেটের সুইপ শটের মিল খুঁজে পেয়েছেন মাঞ্জরেকার। টুইটারে তিনি লিখেছেন, ‘সুইপ শট খেলা আর ঘরের মেঝে পরিষ্কার করার কৌশল একই। #কোয়ারেন্টাইনআবিস্কার।’

সাবেক এই ভারতীয় ক্রিকেটারকে কদিন আগেই ভারতীয় ক্রিকেট বোর্ডের ধারাভাষ্যকারদের দল থেকে বাদ দেওয়া হয়েছে। করোনাভাইরাসের কারণে পণ্ড হয়ে যাওয়া ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজের ধারাভাষ্যকারদের তালিকায় ছিলেন না তিনি।