প্রকাশ পেল কোন মাদকে আসক্ত লুকাকু

কোন মাদকে আসক্তে রোমেলু লুকাকু?
কোন মাদকে আসক্তে রোমেলু লুকাকু?

রোমেলু লুকাকুর প্রাণশক্তি দেখে কি কারও হিংসা হয়? তা তাঁর পরিশ্রমের ক্ষমতা দেখে বিভিন্ন ক্লাবের খেলোয়াড়দের হিংসা হতেই পারে। কেউ কেউ আবার এটাও মনে করতে পারেন, হয়তো কোনো পারফরম্যান্স-বর্ধক মাদক নিয়ে থাকতে পারেন ইন্টার মিলানের স্ট্রাইকার। আড়ালে-আবডালে অনেকেই যেমন বিশ্বের সেরা সেরা অ্যাথলেটদের বিষয়ে বলে আসেন!

তা একটা মাদকে আসক্তি ঠিকই আছে রোমেলু লুকাকুর। সেই মাদক যে কী সেটা সম্প্রতি নিজেই প্রকাশ করেছেন লুকাকু। বেলজিয়ামের স্ট্রাইকার কোনো রাখঢাক না রেখেই বলে দিয়েছেন তাঁর আসক্তির কথা। গোল—এই মাদকে আসক্ত লুকাকু! এ মোসুমেই ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ইন্টার মিলানে নাম লিখিয়েছেন বেলজিয়ামের স্ট্রাইকার। করোনাভাইরাস মহামারির কারণে খেলা বন্ধ হওয়ার আগে ইন্টারের হয়ে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ২৩ গোল করেছেন। সংখ্যাটা নেহাত কম নয়!

ইন্টার মিলানে কেমন কাটছে জানাতে গিয়ে লুকাকু বলেছেন, ‘অবশ্যই গোল করাই আমার কাজ আর আমি এটা করে যেতে চাই। গোল আসলে আমার মাদক বা ওষুধ। গোলই আমাকে বাঁচিয়ে রাখছে।’ মৌসুম শেষে নিজের নামের পাশে কয়টি গোল দেখতে চান লুকাকু? এর উত্তরে ইন্টার স্ট্রাইকার বলেছেন, ‘২৫ গোল, ১০টি অ্যাসিস্ট হলে ভালো হয়। ২০টি গোল আর ২০টি অ্যাসিস্ট হলে মন্দ হয় না। এ ক্ষেত্রে আমার অবশ্য লাওতারো মার্তিনেজ আর অ্যালেক্সিস সানচেজের সাহায্য লাগবে।’

করোনার এই সময়ে কেমন কাটছে তাঁর দিন, এটাও বলেছেন লুকাকু, ‘কঠিন এক সময় পার করছি। আমি অনুশীলন, প্রতিদ্বন্দ্বিতা, সমর্থকদের সামনে খেলা এগুলো মিস করছি। আর এটাই সবচেয়ে কঠিন বিষয়।’ ২৬ বছর বয়সী স্ট্রাইকার এর সঙ্গে যোগ করেছেন, ‘এটা আমার নিজের খেলা আর নিজেকে বিশ্লেষণ করার ভালো সময়। পেছন ফিরে দেখছি, গত ছয় মাসে আমি কী করেছি। আর নিজেকে আরও সামনে এগিয়ে নিয়ে যেতে চাই।’