বান্ধবীকে দিয়ে চুল কাটালেন রোনালদো

রোনালদোর চুল কেটে দিচ্ছেন জর্জিনা রদ্রিগেজ। ছবি: ক্রিস্টিয়ানো রোনালদোর টুইটার অ্যাকাউন্ট
রোনালদোর চুল কেটে দিচ্ছেন জর্জিনা রদ্রিগেজ। ছবি: ক্রিস্টিয়ানো রোনালদোর টুইটার অ্যাকাউন্ট

খেলোয়াড় হিসেবে ক্রিস্টিয়ানো রোনালদো যেমন ইতিহাসের অন্যতম সেরা, ফ্যাশন-সচেতন ক্রীড়াবিদ হিসেবেও তাঁর নামটা ওপরের দিকেই থাকবে।

সেই ম্যানচেস্টার ইউনাইটেডের আমল থেকে প্রতি হপ্তায় ম্যাচের আগে নাপিতের দ্বারস্থ হতেন তিনি। ইউনাইটেড ছেড়ে রিয়াল মাদ্রিদে নয় বছর কাটিয়ে এখন যোগ দিয়েছেন জুভেন্টাসে, চুল কাটার সে রীতি চালু আছে এখনো। কীর্তিমান এই তারকার পায়ের কারিকুরিতে তো বটেই, চুলের স্টাইলেও বারবার মুগ্ধ হয়েছে ফুটবল বিশ্ব। চুলের স্টাইল নিয়ে যে তিনি একদমই আপস করতে রাজি নন, সেটা আবারও বোঝা গেল গতকাল। বান্ধবী জর্জিনা রদ্রিগেজকে ‘নাপিত’ বানিয়ে বেশ করে চুল কেটে নিয়েছেন ‘ঘরবন্দী’ রোনালদো।

এত দিন টানা বাড়িতে বসে থাকা, যে কারও জন্য বেশ কঠিন। খেলোয়াড়দের অবস্থা আরও খারাপ। একে তো খেলা নেই, আবার অনুশীলনের উপায় নেই বলে ফিটনেসও হারাচ্ছেন। বাসায় সময় কাটাতে কাটাতে বিরক্ত তারা। কিন্তু তাও বাইরে বের হওয়ার নাম নিচ্ছেন না। কারণ একটাই। বাসার বাইরেই যে ওত পেতে আছে প্রাণঘাতী ভাইরাস! তাই ঘরে বসে বান্ধবীকে দিয়ে চুল কাটাতে হলেও রোনালদো বাইরে বের হচ্ছেন না। একই সঙ্গে অনুচ্চারে যেন ভক্তদেরও বারবার সতর্ক করে দিচ্ছেন, ‘তোমরাও বাইরে বের হয়ো না!’

নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন রোনালদোর বান্ধবী জর্জিনা। সেখানে দেখা যাচ্ছে, রোনালদোকে একটি চেয়ারে বসিয়ে হেয়ার ড্রেসারের ভূমিকা নিয়েছেন জর্জিনা। ধূসর হুডি পরা জর্জিনা একদম পাকা হেয়ারড্রেসারের মতো ইলেকট্রিক ট্রিমার দিয়ে রোনালদোর চুল মেপে মেপে কেটে দিচ্ছিলেন। ভিডিওর ক্যাপশন হিসেবে লিখেছেন, ‘জিও’র (জর্জিনার ডাকনাম) হেয়ারস্টাইল।’

ভিডিওর শেষে দুই বুড়ো আঙুল তুলে ‘থাম্বস আপ’ দেখিয়ে রোনালদোও বুঝিয়ে দিয়েছেন, নতুন এই ‘নাপিত’ এর কাজ পছন্দ হয়েছে তাঁর!

কিছুদিন আগে একই কাজ করেছিলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি ও তার স্ত্রী বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। পার্থক্য শুধু এটাই, জর্জিনা ব্যবহার করেছেন ট্রিমার, আর আনুশকা রান্নাঘরের কাঁচি! সেদিন গৃহবন্দী থাকার অবস্থা প্রকাশ পাচ্ছিল কোহলির কণ্ঠে, ‘দেখ, কোয়ারেন্টিন কী করে। এসব জিনিসও ঘটতে দিতেও বাধ্য হও। রান্নাঘরের কাঁচিতে চুল কাটা হচ্ছে।’

আনুশকা অবশ্য নিজের চুল দেখিয়ে প্রমাণ করেছিলেন, ভালো কাজ জানলে যেকোনো কাঁচিতেই চুল কাটা সম্ভব। চুল কাটা শেষে আগের ও পরের দুটি ছবিও দেখিয়েছিলেন কোহলি। রান্নাঘরের কাঁচিতে চুল কেটেও ঘরে থাকছেন কোহলি, তাঁর আশা ভক্তরাও অযথা ঘর থেকে বের হবেন না করোনার এই সময়টায়।

একই আশা তো রোনালদোরও।