কোহলিকে খেপিয়ে দিতে নেই: সাবেক পাকিস্তান অধিনায়ক

কোহলির আগ্রাসী মনোভাবের কথা সর্বজনবিদিত। ছবি : এএফপি
কোহলির আগ্রাসী মনোভাবের কথা সর্বজনবিদিত। ছবি : এএফপি
>

মাঠের মধ্যে ভারত অধিনায়ক বিরাট কোহলিকে খেপিয়ে দেওয়ার ফল যে বিশেষ ভালো হয় না, সেটাই আরেকবার মনে করিয়ে দিয়েছেন চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের সাবেক অধিনায়ক ও উইকেটরক্ষক ব্যাটসম্যান রশীদ লতিফ

ব্যাট হাতে ভারত অধিনায়ক বিরাট কোহলি যেমন নিপুণ শিল্পী, হাতে ব্যাট না থাকলেও তাঁর কর্মকাণ্ড বেশ বিখ্যাত। ব্যাট করার সময় হোক বা ফিল্ডিং করার সময়ে, কোহলির আগ্রাসী মনোভাব ও খুনে মেজাজ যেমন আলোচনার জন্ম দিয়েছে, সুযোগ দিয়েছে নিন্দুকদেরও। তবে ব্যাট হাতে কোহলি একবার কারও ওপর খেপে গেলে যে ফলাফল ভালো হয় না, সেটাই মনে করিয়ে দিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ও উইকেটরক্ষক রশীদ লতিফ। তাঁর চোখে, জাভেদ মিঁয়াদাদ, ভিভ রিচার্ডস, সুনীল গাভাস্কারদের মতো কোহলিও খেপে গেলে আরও ভয়ংকর হয়ে ওঠেন।

কোহলির আক্রমণাত্মক মানসিকতা নিয়ে কথা বলতে গিয়ে সাবেক এই পাকিস্তানি তারকা দুটি উদাহরণ দিয়েছেন। কোন দুটি উদাহরণ? প্রথমটা অস্ট্রেলিয়ার সাবেক পেসার মিচেল জনসনের সঙ্গে কোহলির সেই বিখ্যাত বাগ্‌বিতণ্ডা। ২০১৪ সালের ভারত-অস্ট্রেলিয়া সিরিজে এই দুই তারকার মধ্যে কথা-কাটাকাটির বিষয়টা বেশ ভালোই মনে আছে রশীদ লতিফের, ‘ওই যে ওই সিরিজটা, যে সিরিজে মহেন্দ্র সিং ধোনি দুই টেস্ট খেলেই অবসর নিয়ে নিল। কোহলি প্রথমবারের মতো অধিনায়ক হলো। ওই টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি করেছিল ও। কিন্তু মিচেল জনসন ওকে বেশ তাতিয়ে দিয়েছিল। জনসন ওকে বল করতে গিয়ে বেশ কয়েকবার গালি দিল, কোহলিও ছেড়ে কথা কইল না। আপনি চাইলে ওই ভিডিওটা আবার দেখে নিতে পারেন, তাহলে বুঝবেন, কোহলির কর্মকাণ্ডও রক্ষণাত্মক কিছু ছিল না।’

অন্য উদাহরণটা তুলনামূলকভাবে সাম্প্রতিককালের। গত বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ক্যারিবীয় পেসার কেসরিক উইলিয়ামসের সঙ্গে ক্রিজেই লেগে গিয়েছিল কোহলির। কোহলিকে বেশ ভালোই উত্ত্যক্ত করছিলেন উইলিয়ামস, কোহলি পরপর বেশ কয়েকটা বাউন্ডারি মেরে কেসরিককে থামিয়ে দেন।

তবে কোহলির এই আচরণকে ইতিবাচকভাবেই দেখছেন সাবেক এই পাকিস্তানি তারকা, ‘অনেক ক্রিকেটারের মধ্যেই এই আগ্রাসী মনোভাবটা আছে। কিছু কিছু খেলোয়াড় আছে যাদের সঙ্গে যেচে পড়ে লাগতে যাওয়া উচিত নয়। আমাদের জাভেদ ভাই (জাভেদ মিয়াঁদাদ) ছিলেন, সুনীল গাভাস্কার ছিল, ভিভ রিচার্ডস ছিল, আর এখন এসেছে এই বিরাট কোহলি।’