একসঙ্গে খেলেছেন, এখন আগুয়েরোর কোচ হতে চান তিনি

ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার আগুয়েরো কি আবার তাঁর শৈশবের ক্লাবে সত্যিই ফিরবেন? ফাইল ছবি
ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার আগুয়েরো কি আবার তাঁর শৈশবের ক্লাবে সত্যিই ফিরবেন? ফাইল ছবি
>

আর্জেন্টিনার ক্লাব ইন্দিপেন্দিয়েন্তেয় এক সঙ্গে খেলেছেন লুকাস পুসিনেরি ও সার্জিও আগুয়েরো। পুসিনেরি এখন ক্লাবটির কোচ আর তিনি চাইছেন, আগুয়েরো তাঁর সাবেক ক্লাবে ফিরে আসুন

সার্জিও আগুয়েরোর ফুটবলে হাতেখড়ি তাঁর নিজের দেশের ক্লাব ইন্দিপেন্দিয়েন্তে। ২০০৩ সালে পেশাদার ফুটবলে পা রাখাও আর্জেন্টিনার ক্লাবটিতে। সেই ক্লাবে তখন তাঁর সতীর্থ ছিলেন লুকাস পুসিনেরি। এখন যিনি ইন্দিপেন্দিয়েন্তের কোচ। কখনো আর্জেন্টিনার জাতীয় দলের হয়ে না খেলা এই মিডফিল্ডারের আশা আগুয়েরো একদিন তাঁর শৈশবের ক্লাবে ফিরবেন। আর তিনি হবেন ম্যানচেস্টার সিটি ও আর্জেন্টিনার স্ট্রাইকারের কোচ!

আগুয়েরোও অনেকবারই নিজের একটি ইচ্ছার কথা জানিয়েছেন একদিন ফিরতে চান সাবেক ক্লাব ইন্দিপেন্দিয়েন্তে। ক্যারিয়ারের ইতি টানতে চান সেখানেই। আগুয়েরোর সেই কথার সুর ধরেই পুসিনেরি বলেছেন, ‘আশা করছি, কুন আগুয়েরোর কোচ হওয়ার সময় আসছে আমার। এক সময় আমি তার সতীর্থ ছিলাম। আর এখন আশা করছি ভবিষ্যতে আমি তার কোচ হতে পারব।’

৩২ বছর বয়সী আগুয়েরোর সঙ্গে ম্যানচেস্টার সিটির বর্তমান চুক্তির মেয়াদ ২০২১ সাল পর্যন্ত। বর্তমান চুক্তি শেষ হতে হতে আর্জেন্টিনার স্ট্রাইকারের বয়স হয়ে যাবে ৩৩ বছর। এরপর ক্লাবটির ইতিহাসে সর্বোচ্চ গোলদাতাকে সিটি আর রাখবে কি না সেটাও এক প্রশ্ন। সিটি যদি আগুয়েরোর সঙ্গে চুক্তি নবায়ন না করে তাহলে তাঁর ইন্দিপেন্দিয়েন্তেতে ফিরে যাওয়ার একটা সম্ভাবনা থেকেই যায়।

সিটিতে ১০ নম্বর জার্সিটা পরেন আগুয়েরো। ইন্দিপেন্দিয়েন্তেতে এই জার্সিটাও তার জন্য বরাদ্দ থাকবে বলে ঘোষণা দিয়েছেন এ বছরেই ক্লাবটির কোচ হওয়া পুসিনেরি। আপাতত ইন্দিয়েন্দিয়েন্তের ১০ নম্বর জার্সিটা কেউ পরেন না। পুসিনেরি বলেছেন, ‘আশা করছি ইন্দিপেন্দিয়েন্তেয় আমি থাকাকালেই আগুয়েরো এখানে আসবে আর আমরা দুজন আবার জুটি গড়তে পারব। আমরা ১০ নম্বর জার্সিটা তার জন্য রেখে দিয়েছি।’

আগুয়েরোর সঙ্গে নিয়মিত যোগাযোগ হয় বলেও জানিয়েছেন পুসিনেরি, ‘সম্প্রতি তার সঙ্গে আমার কথা হয়নি। তবে মাস দু-এক আগে আমাদের দুজনের কথা হয়েছে। আমি তখন তাকে ভালো একটি সপ্তাহ কাটানোর জন্য অভিনন্দনও জানিয়েছি। এখানে সে আসবে কি না এটা তার ইচ্ছার ওপর নির্ভর করে।’

দক্ষিণ আমেরিকার ক্লাব ফুটবলে শ্রেষ্ঠত্বের মুকুট কোপ লিবার্তাদোরেস সাতবার জিতেছে ইন্দিপেন্দিয়েন্তে। তবে শেষবার জেতা ট্রফিটায় ধুলো জমতে শুরু করেছে। ইন্দিপেন্দিয়েন্তে শেষবার যে কোপ লিবার্তাদোরেস জিতেছে সেই ১৯৮৪ সালে। তবে আগুয়েরো এলে আবার ক্লাবটি এমন সাফল্যে ভাসবে বলে মনে করেন পুসিনেরি, ‘আমরা যারা ইন্দিপেন্দিয়েন্তেকে ভালোবাসি তাদের সবার জন্যই সার্জিওকে আবার পাওয়াটা হবে অসাধারণ আনন্দের এক ব্যাপার। আমি যদি ক্লাবটিকে কোপা লিবার্তাদোরেস নিয়ে যেতে পারি আর আগুয়েরো আমাদের সঙ্গে থাকে তাহলে দারুণ কিছু হতে পারে।’