মেয়েদের তথ্য ফাঁস করার অভিযোগ জাভেদের বিরুদ্ধে

জাতীয় দলের সাবেক ওপেনার জাভেদ ওমর। ছবি: জাভেদ ওমরের ফেসবুক অ্যাকাউন্ট
জাতীয় দলের সাবেক ওপেনার জাভেদ ওমর। ছবি: জাভেদ ওমরের ফেসবুক অ্যাকাউন্ট
>বাংলাদেশ নারী দলের ম্যানেজার ও জাতীয় দলের সাবেক ওপেনার জাভেদ ওমরকে কোনো ধরনের দায়িত্ব না দিতে বিসিবিকে আইসিসির পরামর্শ।

২০২০ সালের মার্চ পর্যন্ত বিসিবির সঙ্গে চুক্তি ছিল জাভেদ ওমরের। চুক্তি নবায়ন হওয়ার আগেই খারাপ খবর শুনতে হচ্ছে তাঁকে। বাংলাদেশ দলের সাবেক এই ওপেনারকে কোনো ধরনের দায়িত্ব না দিতে বিসিবিকে পরামর্শ দিয়েছে আইসিসি।


গত ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ম্যানেজারের দায়িত্বে ছিলেন জাভেদ। টুর্নামেন্টে আইসিসির দুর্নীতি দমন ইউনিটের (আকসু) কড়া নজর ছিল তাঁর ওপর।

বিসিবি সূত্রে জানা গেছে, বিশ্বকাপের সময় বাংলাদেশ দলের বিভিন্ন তথ্য ফাঁস করার অভিযোগ উঠেছে জাভেদের বিরুদ্ধে। আইসিসি বিষয়টি বিসিবিকে জানিয়েছে এবং জাভেদকে ভবিষ্যতে ক্রিকেট বোর্ডের কোনো ধরনের কর্মকাণ্ডে না রাখার পরামর্শ দিয়েছে।

বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসকে এ প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে তিনি অবশ্য বলেছেন, বিষয়টি তাঁর জানা নেই। এ নিয়ে মন্তব্য করতে চাননি জাভেদও। কাল রাতে প্রথম আলোকে তিনি বলেন, বিসিবির সঙ্গে কথা না বলে এ বিষয়ে কোনো মন্তব্য করবেন না।