করোনায় কোমায় গেলেন ফুটবলার

পিএসজির বিপক্ষেও খেলেছিলেন সাম্বিয়া। ছবি : টুইটার
পিএসজির বিপক্ষেও খেলেছিলেন সাম্বিয়া। ছবি : টুইটার
>ফরাসি লিগে খেলা ফুটবলারদের মধ্যে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মঁপেলিয়ের মিডফিল্ডার জুনিয়র সাম্বিয়া

প্রথম শোনা গিয়েছিল, যারা স্বাস্থ্যগতভাবে ফিট, রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো, করোনাভাইরাস তাঁদের স্পর্শ করতে পারে না। সে হিসেবে সব সময় ফিট থাকা ফুটবলারদের করোনায় আক্রান্ত হওয়ার কথা না। কিন্তু বিভিন্ন দেশের ফুটবলাররা আক্রান্ত হয়ে দেখিয়ে দিচ্ছেন, করোনা সংক্রান্ত আর দশটা গুজবের মতো এটাই আরেক গুজব।

আক্রান্ত হওয়া ফুটবলারদের তালিকায় সাম্প্রতিক নাম, জুনিয়র সাম্বিয়া। অনেকেই হয়তো চিনবেন না; না চেনাটাই স্বাভাবিক। তবে সাম্বিয়া নিজেও বোধহয় এভাবে মানুষের কাছে পরিচিত হতে চাননি। নেইমারদের লিগে খেলা এই তারকা ফ্রান্সে খেলা ফুটবলারদের মধ্যে প্রথম করোনায় আক্রান্ত হয়েছেন। চলে গিয়েছিলেন কোমাতেও।

তবে আশার কথা, এখন তাঁর পরিস্থিতি বেশ স্থিতিশীল। গত মঙ্গলবার থেকে হাসপাতালে থাকা এই তারকাকে ভর্তির সঙ্গে সঙ্গেই কোমায় নিয়ে যাওয়া হয়েছিল। জানা গিয়েছিল, করোনা পজিটিভ হয়েছেন তিনি। লিগ ওয়ানে খেলা তারকাদের মধ্যে সাম্বিয়াই প্রথম, যার আক্রান্ত হওয়ার খবরটা জানা গেল।

সাম্বিয়ার মুখপাত্র ফ্রেদেরিক গেরা ফরাসি সংবাদমাধ্যম লে পারিসিয়েনকে আশার কথাই শুনিয়েছেন, 'ওর অবস্থা এখন বেশ স্বাভাবিক। উন্নতিও করেনি, অবনতিও হচ্ছে না। তবে অবস্থাটা ওর জন্য বেশ কঠিন।'

বাইরে কেনাকাটা করতে গিয়ে সাম্বিয়া ভাইরাসের কবলে পড়েছেন, জানিয়েছেন গেরা, 'ও বেশ ভালোই ছিল। নিশ্চয়ই শপিং করতে গিয়ে এই ঝামেলাটা বাঁধিয়েছে।'

হাসপাতালে ভর্তি হওয়ার আগেও বেশ কষ্টে কেটেছে সাম্বিয়ার সময়, 'ও তিন দিন ডায়রিয়ায় ভুগেছে। মঙ্গলবার সকালে ওকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রথমে করোনা পরীক্ষায় ফল নেগেটিভ এসেছিল। কিন্তু বুধবারে ওর ফুসফুসের অবস্থা আরও খারাপ হয়ে যায়। পরে অন্য হাসপাতালে নিয়ে গিয়ে ওকে কোমায় রাখা হয়।'

গত কয়েক দিনে মঁপেলিয়ের একজন তারকা সাম্বিয়ার সঙ্গে দেখা করেছিলেন। তাঁকেও কোয়ারেন্টিনে পাঠিয়ে দিয়েছে ফরাসি ক্লাবটি।