বিশ্বকাপের মেডেল খুঁজে দিন কাটছে তাঁর

২০১৯ সালে স্বপ্নের এক বছর কাটিয়েছেন আর্চার। ছবি: টুইটার
২০১৯ সালে স্বপ্নের এক বছর কাটিয়েছেন আর্চার। ছবি: টুইটার

বিশ্বকাপ জেতার আশা তাঁর কাঁধেই সঁপেছিল ইংল্যান্ড। বিশ্বকাপের আগে ওয়েস্ট ইন্ডিজে জন্ম নেওয়া জফরা আর্চারকে নিজেদের দলে জায়গা করে দেওয়ার ফল মিলেছে। ফাইনালে সুপার ওভারে মামুলি সংগ্রহ নিয়ে লড়াইয়ের জন্য তাঁকেই দায়িত্ব দেওয়া হয়েছিল। ইংল্যান্ডের স্বপ্ন পূরণ করে ঠিকই তার প্রতিদান দিয়েছেন আর্চার।

ইংল্যান্ডকে বিশ্বকাপ জিতিয়ে বিশ্ব সেরার একটি মেডেলও জুটিয়েছিলেন। এমন এক মেডেলের জন্য কত ক্রিকেটারের কত অপেক্ষা। ব্রায়ান লারার মতো কিংবদন্তি এর ছোঁয়া পাননি। পাননি ওয়ালশ , অ্যামব্রোসরাও। আর আর্চার কি না এমন কে মেডেল হারিয়ে ফেলেছেন। সেই হারানো মেডেল খুঁজেই আপাতত পার করছেন করোনাকাল।

বিবিসি রেডিও শোর সঙ্গে কথোপকথনেই জানা গেল এহেন কর্মের কথা। রেডিও ফাইভকে বলেছেন, ' আমার একটি পোট্রেটের ওপর ঝুলিয়ে রেখেছিলাম। একজন আমাকে সেই পোট্রেট ছবিটা পাঠিয়েছিল, ওটার ওপরই ঝুলিয়ে রেখেছিলাম।'

এত যত্ন করে রেখেও হারিয়ে ফেলেছেন মেডেল। এর পেছনে অবশ্য আর্চারেরও ভূমিকা আছে, 'আমি এর পর ফ্ল্যাট বদলেছি। নতুন বাসার দেওয়ালে ঠিকই ছবিটা আছে কিন্তু কোনো মেডেল নেই। আমি পুরো বাসা উল্টে পালটে দেখেছি গত এক সপ্তাহ ধরে কিন্তু এখনো পাচ্ছি না। আমি জানি এটা ঘরেই থাকার কথা। আমি তাই এখনো খুঁজে যাচ্ছি, কিন্তু এর মধ্যেই খুঁজতে খুঁজতে পাগল হয়ে যাচ্ছি।'

লকডাউনের বেশিরভাগ সময়টা এখন নাকি মেডেল খুঁজেই কাটাচ্ছেন আর্চার।