বিশ দিন পর অনুশীলনে ফিরছেন রোনালদোরা

ইতালিতে লিগ শুরু হতে আর বেশি দেরি নেই। ছবি : এএফপি
ইতালিতে লিগ শুরু হতে আর বেশি দেরি নেই। ছবি : এএফপি
>ইতালির ক্লাবগুলোকে অনুশীলনে ফেরার একটা সম্ভাব্য তারিখ বেঁধে দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী গিউসেপ্পে কন্তে।

করোনাভাইরাসের প্রকোপ আস্তে আস্তে কাটিয়ে উঠছে ইতালি। ইউরোপের সবচেয়ে দীর্ঘস্থায়ী লকডাউন শিথিল করতে যাচ্ছে দেশটা। আল জাজিরা জানিয়েছে, গতকাল ইতালি ও স্পেনে এক মাসেরও বেশি সময়ের মধ্যে ২৪ ঘণ্টায় সবচেয়ে কম মৃত্যুর রেকর্ড হয়েছে। ফলে আস্তে আস্তে স্বাভাবিক জীবনযাপনে ফেরার কথা চিন্তা করছে ইতালি।

এর মধ্যে এই সপ্তাহে সীমিত আকারে বাণিজ্যিক প্রতিষ্ঠান চালুর অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী গিউসেপ্পে কন্তে। বলেছেন, আগামী ৪ মে থেকে ইতালির উৎপাদন ও নির্মাণ খাত পুনরায় চালু হবে। শুধু তাই নয়, ৪ মে এর পর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা সীমিত আকারে শিথিল করা হতে পারে, পার্ক ও উদ্যানগুলোতে প্রবেশাধিকারের অনুমতি দেওয়া হতে পারে। এ ছাড়াও অন্ত্যেষ্টিক্রিয়ায় সর্বোচ্চ ১৫ জন মানুষ অংশ নিতে পারবেন। পানশালা এবং রেস্তোঁরাগুলোকে হোম ডেলিভারির অনুমতি দেওয়া হবে বলে জানা গেছে। তবে বিধিনিষেধ শিথিল হলেও সামাজিক দূরত্ব বজায় রাখার ব্যাপারে বিন্দুমাত্র ছাড় দিতে রাজি নন ইতালির সরকার প্রধান, 'সামাজিক দূরত্বকে যদি আমরা পাত্তা না দিই, তবে আবার করোনার সংক্রমণ বাড়বে এবং নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। তখন আবার মৃত্যুর হার কমানোর জন্য যুদ্ধ করতে হবে আমাদের। আবার অর্থনীতি পর্যুদস্ত হবে। তাই আপনি যদি ইতালিকে ভালোবাসেন, দূরত্ব বজায় রাখুন।'

ক্রীড়াপ্রেমীদের জন্য সুখবর, বিশ দিন পর থেকে দেশটিতে খেলা ফুটবলারদের অনুশীলন শুরু করার অনুমতি দিয়েছেন কন্তে। আগামী মে মাসের আঠার তারিখ থেকে অবস্থা বিবেচনা করে চাইলে রোনালদো, দিবালা, লুকাকু, ইব্রাহিমোভিচরা নিজ নিজ ক্লাবের হয়ে অনুশীলন শুরু করতে পারবেন বলে জানিয়েছেন তিনি , 'আমি ফুটবল ভালোবাসি। ইতালিয়ান লিগ ছাড়া বেঁচে থাকতে হবে, এমনটা কখনও ভাবতে পারিনি। কিন্তু পরিস্থিতি বিবেচনায় এখন সেটাই করতে হচ্ছে। আস্তে আস্তে আগে অনুশীলন করা শুরু করি, তারপর নাহয় দেখা যাবে লিগ শুরু করার জন্য কোন সময়টা উপযুক্ত।'