দ্রুত ফেরার চিন্তা বাদ দিয়েছেন নাদাল

শিগগিরই এমন কিছু দেখার আশা বাদ দিয়েছেন নাদাল। ছবি: টুইটার
শিগগিরই এমন কিছু দেখার আশা বাদ দিয়েছেন নাদাল। ছবি: টুইটার

করোনার প্রভাবে একে একে বন্ধ হয়ে গেছে সব রকমের খেলা। আগামী ১৩ জুলাই পর্যন্ত স্থগিত হয়ে গেছে এটিপি ট্যুরের টুর্নামেন্ট। ফ্রেঞ্চ ওপেন পিছিয়েছে। বাতিল হয়েছে উইম্বলডন। কবে নাগাদ কোর্টে খেলা ফিরবে তা নিয়ে খেলোয়াড়েরা আছে সংশয়ে। টেনিস তারকা রাফায়েল নাদাল তো আগামী কয়েক মাসে কোনো আশার আলোই দেখতে পাচ্ছেন না।

রয়েল স্প্যানিশ টেনিস ফেডারেশনের সঙ্গে ভার্চুয়াল চ্যাটে সেই সংশয় ফুটে উঠেছে বিশ্বের দুই নম্বর টেনিস তারকার কন্ঠে, 'টেনিসের স্বাভাবিক কার্যক্রম শুরু হওয়া নিয়ে আমি পুরোপুরি সন্দিহান।' চাইলেও যে খেলাটা দ্রুত কোর্টে গড়ানো সম্ভব হবে, এমনটাও মনে করেন না ১৯ বারের গ্র্যান্ডস্লাম জয়ী নাদাল, 'টেনিস খেলতে গেলে প্রতি সপ্তাহে বিভিন্ন জায়গায় প্রচুর ঘুরতে হবে, হোটেলে থাকতে হবে। নানা দেশে যেতে হবে। এমনকি যদি আমরা দর্শকশূন্য গ্যালারিতেও খেলি, টুর্নামেন্ট আয়োজন করতেও অনেক লোকের দরকার। এটা চাইলেও এড়ানো সম্ভব না। আন্তর্জাতিক টেনিসে যেটা একটা গুরুত্বপূর্ণ সমস্যা।'

করোনাভাইরাসে প্রতিদিন মৃত্যুর সংখ্যা বাড়ছে। এমন পরিস্থিতিতে খেলার চেয়ে জীবনের দাবিটাকেই বেশি মূল্য দিচ্ছেন নাদাল, 'গত দেড় মাস কঠিন সময় গেছে আমাদের। এই কদিনে আমাদের অনেক ক্ষতি হয়েছে। সমাজে অনেক দুর্দশা বেড়েছে। আমি আশা করি এই অর্থনৈতিক ক্ষতি পুষিয়ে নিতে আরও কয়েক মাস লাগবে। অনেক লোক চাকরি হারিয়েছে। এত লোকের মৃত্যু দেখতে খুব খারাপ লাগে।'