যুবা ক্রিকেটারদের বই পড়তে বলছে বিসিবি

বয়সভিত্তিক ক্রিকেটারদের কিছু ভিন্ন পরামর্শ দিয়েছে বিসিবি।ছবি: এএফপি
বয়সভিত্তিক ক্রিকেটারদের কিছু ভিন্ন পরামর্শ দিয়েছে বিসিবি।ছবি: এএফপি

করোনাভাইরাসের কারণে ঘরবন্দী 'সিনিয়র' ক্রিকেটারদের ফিটনেস ঠিক রাখতে বিশেষ নির্দেশনা দিয়েছে বিসিবি। বয়সভিত্তিক ক্রিকেটারদের শুধু ফিটনেস ঠিক রাখাই নয়, সঙ্গে আরও কিছু নির্দেশনা দেওয়া হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

ক্রিকেটীয় ব্যস্ততার কারণে স্কুলের পড়াশোনায় তেমন সময় দেওয়া হয় না খেলোয়াড়দের। এখন হাতে যেহেতু অফুরন্ত সময়, খেলোয়াড়দের পড়াশোনায় বেশি মনোযোগী হতে বলেছে বিসিবি। একাডেমিক বইয়ের বাইরে সৃজনশীল বই যেমন উপন্যাস, বিখ্যাত ক্রিকেটার কিংবা খেলার বাইরে বিখ্যাত ব্যক্তিত্বের আত্মজীবনী পড়ার পরামর্শ দেওয়া হয়েছে। অনলাইনে সফল ক্রিকেটার কিংবা কোচদের পরামর্শ অনুসরণ করতেও বলা হয়েছে।
বিসিবি গেম ডেভলেপমেন্ট বিভাগের ব্যবস্থাপক আবু ইমাম মোহাম্মদ কাওসার বললেন, 'ক্রিকেটাররা একাডেমিক জ্ঞান, ক্রিকেট নিয়ে তাত্ত্বিক জ্ঞান যেন চর্চা করতে পারে, সেই নির্দেশনা দেওয়া হচ্ছে আমাদের জেলা ও বিভাগীয় কোচদের। তারা হোয়াটসআপ কিংবা মেসেঞ্জার গ্রুপে সেটি জানিয়ে দিচ্ছে তাদের অধীনে থাকা ক্রিকেটারদের।'
জ্ঞানচর্চার পাশাপাশি মানবিক বিষয়েও পরামর্শ দেওয়া হচ্ছে বয়সভিত্তিক ক্রিকেটারদের। মোহাম্মদ কাওসার বললেন, 'আমরা ক্রিকেটারদের উদ্ধুদ্ধ করছি যেন নিজের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করে সামর্থ্য অনুযায়ী আশপাশের অসহায় মানুষদের দিকেও সহায়তার হাত বাড়িয়ে দেয় তারা। সহায়তা হতে পারে ১০০, ২০০, ৫০০ টাকা দিয়ে কিংবা এক কেজি চাল দিয়ে। এই দুর্যোগে খেলোয়াড়দের ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে ওঠাও গুরুত্বপূর্ণ।