রোনালদোর কারণেই অবসরে গিয়েছিলেন ফার্গুসন

ফার্গুসনের অন্যতম প্রিয় শিষ্য ছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। ফাইল ছবি
ফার্গুসনের অন্যতম প্রিয় শিষ্য ছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। ফাইল ছবি
>প্যাট্রিস এভরা জানালেন ক্রিস্টিয়ানো রোনালদোকে ইউনাইটেডে ফেরাতে না পেরেই নাকি অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন স্যার অ্যালেক্স ফার্গুসন

বয়স হয়ে গেছে, পরিবারকে সময় দিতে চান—২০১৩ সালে অবসর নিতে গিয়ে এ সবকেই কারণ দেখিয়েছিলেন স্যার অ্যালেক্স ফার্গুসন। ম্যানচেস্টার ইউনাইটেড ইতিহাসের সবচেয়ে সফল কোচের হঠাৎ অবসরের সিদ্ধান্তে সে সময়ে অবাক হয়েছিলেন অনেকেই।

সেই অবাক হওয়াদের দলে ছিলেন প্যাট্রিস এভরাও। ইউনাইটেডের সাবেক ডিফেন্ডার সেই এভরা এবার জানালেন স্যার ফার্গুসনের হঠাৎ অবসরের নেপথ্য কাহিনী। ফরাসি ডিফেন্ডারের মতে ফার্গুসনের হঠাৎ কোচিং ছাড়ার পেছনে সাবেক শিষ্য ক্রিস্টিয়ানো রোনালদোর বড় দায় আছে!

কীভাবে? রোনালদো তো তখন মাঠ মাতাচ্ছেন রিয়াল মাদ্রিদের হয়ে। তিনি কীভাবে অনুঘটক হলেন গুরুর অবসরের সিদ্ধান্তে? এই প্রশ্নগুলোরই উত্তর দিয়েছেন এভরা।

ইউনাইটেডের দীর্ঘ দিনের সঙ্গী এভরা জানালেন ২০১৩ সালে চ্যাম্পিয়নস লিগ জেতার মতো একটি দল গড়তে চেয়েছিলেন ফার্গুসন। সেটি করতে তিনি চেয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদোকে আবারও দলে টানতে। সিআর সেভেন ছাড়াও সে সময়ে টটেনহামে খেলা গ্যারেথ বেলকেও ইউনাইটেডে আনতে চেয়েছিলেন ফার্গুসন। তাঁর বিশ্বাস ছিল এ দুজনকে পেলেই ইউনাইটেড আবার ইউরোপীয়ান পরাশক্তি হয়ে যাবে।

এভরার মতে ওই প্রকল্প ব্যর্থ হওয়াতে দু সপ্তাহের মাথাতেই অবসরের ঘোষণা দিয়ে দেন ফার্গুসন। এভরাকে নাকি এর আগে ফার্গুসন জানিয়েছিলেন খুব শীগগিরই অবসর নেওয়ার কোনো চিন্তাভাবনা নেই তাঁরা।

ম্যানচেস্টার ইউনাইটেডের অফিশিয়াল ওয়েবসাইটের ইউটিডি পডকাস্টে সাবেক গুরুকে নিয়ে কথা বলেছেন এভরা। সেখানেই জানালেন নতুন কথাগুলো, 'সে সময়ে সংবাদমাধ্যমগুলো জানাচ্ছিল পরের বছর অবসর নিতে পারেন ফার্গুসন। কিন্তু আমার আমার স্পষ্ট মনে আছে অবসরের দু সপ্তাহে তিনি আমাকে বলেছিলেন, ''প্যাট্রিস, আমি কখনোই অবসর নেব না। আমি আরও ১০ বছর এখানে থাকব।'''

এরপরই নিজের নতুন স্বপ্নের কথা বলেছিলেন ফার্গুসন, 'তিনি এরপর বললেন, ''আমি ৯৯ ভাগ নিশ্চিত ক্রিস্টিয়ানো রোনালদো ও গ্যারেথ বেলকে পাচ্ছি আমরা। আবারও চ্যাম্পিয়নস লিগ জিততে এ দুজনকে পেলেই চলবে আমার। আমি ৯৯ ভাগ নিশ্চিত ওরা আসছে।'''
এভরা জানালেন রোনালদোরও নাকি সায় ছিল ইউনাইটেডে ফেরার, 'এরপর আমি যখন ক্রিস্টিয়ানোর সঙ্গে কথা বললাম তখন জিজ্ঞেস করেছিলাম এ ব্যাপারে। সে জানালো বসকে ইতিবাচক জবাবই দিয়েছে। সে আমাকে এমনটাই বলেছিল।'

তবে ফার্গুসনের সেই উচ্চভিলাষ যে বাস্তবে রূপ নেয়নি সেটা তো সবারই জানা। এভরা জানালেন এর দু সপ্তাহ পরেই ইউনাইটেডে ২৭ বছরের কোচিং ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দেন ফার্গুসন, 'আমরা যখন ক্যারিংটনে আসলাম অনেকে ক্যামেরা দেখলাম। মনে মনে ভাবলাম নিশ্চয়ই কেউ কোনো অঘটন ঘটিয়েছে। আবারও কোনো খেলোয়াড় হয়তো মুখরোচক কোনো গল্পের জন্ম দিয়েছে। আমরা আবারও ঝামেলায় পড়েছি।'

এ সময়ে ক্লাবের লোকজন এভরাদের ড্রেসিংরুমে যেতে বলে। তাঁরা জানায় ফার্গুসন কথা বলবেন। এভরা সেই দিনের স্মৃতিচারণ করলেন এভাবে, 'তিনি আসলেন এবং বললেন, ''আমি আন্তরিকভাবে দুঃখিত। কেউ কেউ আমি কিছু বলার আগেই বলে দিচ্ছে আমি অবসর নিতে যাচ্ছি। এ কারণেই ওই ক্যামেরাগুলো দেখেছো তোমরা। তবে আমি অবসর নিচ্ছি কারণ আমার স্ত্রীর এখন আমাকে দরকার।'

ফার্গুসন যুগ শেষ হওয়ার পর থেকেই ধুকছে ম্যানচেস্টার ইউনাইটেড। ইংলিশ ফুটবলের সবচেয়ে সফল দলটি এরপর একবারও জিততে পারেনি প্রিমিয়ার লিগ। অথচ তাঁর আমলে ১৩ বার প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হয়েছে ইউনাইটেড।