টাকার লোভেই রিয়াল ছেড়েছিলেন ডি মারিয়া

অ্যাঙ্গেল ডি মারিয়ার সঙ্গে জর্জেলিনা কারদোসো। ছবি: টুইটার
অ্যাঙ্গেল ডি মারিয়ার সঙ্গে জর্জেলিনা কারদোসো। ছবি: টুইটার

প্রশ্নটা ওঠে এখনো।কেন রিয়াল মাদ্রিদ ছেড়েছিলেন অ্যাঙ্গেল ডি মারিয়া? আগের মৌসুমে জিতলে 'লা ডেসিমা', চ্যাম্পিয়নস লিগ ফাইনালে হলেন ম্যাচসেরা, তবু পরের মৌসুমে ছাড়লেন রিয়াল। কেন?

সংবাদমাধ্যম তখন জানিয়েছিল, পারিশ্রমিক নিয়ে অসন্তুষ্ট ছিলেন আর্জেন্টাইন উইঙ্গার। ক্ষোভ ছিল রিয়ালের আচরণেও। 'মার্কা'য় প্রকাশিত এক খোলা চিঠিতে তিনি লিখেছিলেন, রিয়াল'আমার সম্পর্কে অনেক মিথ্যাচার করেছে। ক্লাব ছাড়ার ব্যাপারটি তারা আমার ওপর চাপিয়ে দিতে চেয়েছে।'

রিয়াল ছেড়ে ৯ কোটি ৮ লাখ ডলারে ম্যানচেস্টার ইউনাইটেডে নাম লেখান ডি মারিয়া। টিকতে পেরেছিলেন মাত্র এক মৌসুম। সেখান থেকে ২০১৫ সালে পিএসজিতে নাম লেখানোর পর এখনো ফরাসি ক্লাবটিতেই আছেন তিনি। এত দিন পর ডি মারিয়ার রিয়াল ছাড়া নিয়ে মুখ খুললেন ডি মারিয়ার স্ত্রী জর্জেলিনা কারদোসো।

আর্জেন্টিনায় এক সাক্ষাৎকারে কারদোসো জানিয়েছেন, মূলত টাকার জন্যই মাদ্রিদের ক্লাব ছেড়েছিলেন তাঁর জীবনসঙ্গী,'আমরা মাদ্রিদে ছিলাম। অ্যাঙ্গেল বিশ্বের সেরা ক্লাবে খেলত। আমরা ভালোই ছিলাম।...অ্যাঙ্গেল একদিন হঠাৎ বলল,“ম্যানচেস্টার থেকে এই প্রস্তাব এসেছে।” বললাম, একা যাওয়ার কথা ভেবো না। সে বলল, না, না আমরা যাচ্ছি। অনেক টাকার প্রস্তাব ছিল। এমনকি (ক্লাব ছাড়ার সময়) স্প্যানিশরা পর্যন্ত টাকার পাগল বলেছে আমাদের। হ্যাঁ, আমরা তাই ছিলাম! কোনো প্রতিষ্ঠানে কাজ করলে এই প্রতিযোগিতার বাজারে কেউ যদি বলে দ্বিগুণ পারিশ্রমিক দেবে তাহলে তো যাবেই।'

তবে ওল্ড ট্র্যাফোর্ড ভালো লাগেনি কারদোসোর, 'ভয়াবহ...ভয়াবহ।' ডি মারিয়া ক্লাব ছাড়ার বছরখানেক আগে একবার ইংল্যান্ডে গিয়েছিলেন কারদোসো। সে স্মৃতি উসকে তিনি বলেন, 'আগুয়েরো ও ম্যারাডোনার মেয়ে একসঙ্গে থাকতে আমরা সেখানে একবার গিয়েছিলাম। বাসা থেকে বেরোনোর পর সে (আগুয়েরো) অ্যাঙ্গেলকে বলল, আমাকে কিছু কিনে দিলে যেন ইংল্যান্ডের বাইরে থেকে কিনে দেয়। কী কপাল! আমরা  এক বছর পরই ইংল্যান্ডে।'