লকডাউনে পড়াশোনা করছেন যে ফুটবলার

ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার রদ্রি। ছবি: ইনস্টাগ্রাম
ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার রদ্রি। ছবি: ইনস্টাগ্রাম

করোনার এই সময়ে কেমন করে কাটছে খেলোয়াড়দের জীবন? ইনস্টাগ্রাম, টুইটার, ফেসবুক—খেলোয়াড়দের সামাজিক যোগাযোগমাধ্যম ঘেটে দেখলে এর একটা চিত্র সহজেই পাওয়া যায়। কেউ নিজেদের ফিট রাখতে সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছেন। কেউ আবার এর সঙ্গে পরিবার-পরিজনকে সময় দিচ্ছেন। খেলোয়াড়দের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বিভিন্ন ছবি বা পোস্ট সেটাই বলছে।

কিন্তু সবাই তো আর এক নন। কেউ কেউ আবার করোনাভাইরাস মহামারির কারণে পাওয়া ছুটিটাকে কাজে লাগাচ্ছেন নিজের পড়ালেখা এগিয়ে নিতে। ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার রদ্রির কথাই ধরুন, লকডাউনের সময়টাকে কাজে লাগাচ্ছেন পড়াশুনোর পেছনে।

২৩ বছর বয়সী স্প্যানিশ ফুটবলার বর্তমানে তাঁর পরিবারের সঙ্গে স্পেনে আছেন। তবে ফিটনেস ধরে রাখার পাশাপাশি নিজের বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি অর্জনের জন্যও কাজ করে যাচ্ছেন তিনি। ভিয়ারিয়ালের হয়ে পেশাদার ফুটবলে পা রাখার সময় স্পেনের একটি বিশ্ববিদ্যালয়ে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্টে পড়ছিলেন রদ্রি।

ম্যানচেস্টার সিটিতে নাম লেখানোয় সেই লেখাপড়ায় কিছুটা হলেও ছেদ পড়ে। বড় ক্লাবে খেলার চাপ বলে কথা! কিন্তু করোনাভাইরাস মহামারির কারণে হাতে অফুরন্ত সময়। এই সময়টাকে পড়াশুনার পেছনেই কাজে লাগাচ্ছেন রদ্রি, ‌‌'সবার জন্য কঠিন এক সময় এটা। শুধু স্পেনের জন্যই নয়, এই কঠিন সময় পুরো বিশ্বের জন্যই। আমরা জানি না কী পরিমান মানুষ আক্রান্ত হয়েছে বা এই অবস্থার অবসান কবে হবে।'

কবে করোনার এই দুঃসহ সময় শেষ হবে এটা না জানলেও এই সময়টার সর্বোচ্চ ব্যবহার করতে চান রদ্রি, ‌'সময়টা মোটেই সহজ নয়। তবে এই সময়ের সর্বোত্তম ব্যবহার করতে হবে আমাদের। এই সময়টাকে আমি আমার বিশ্ববিদ্যালয়ের পড়ালেখার কাজে ব্যয় করছি।'
একই সঙ্গে নিজের পেশার কাজটাও যে করে যাচ্ছেন তাও জানিয়েছেন রদ্রি, ‌'পড়াশুনার পাশাপাশি আমি নিজেকে ফিট রাখার কাজটাও ঠিকঠাকভাবে করে যাচ্ছি। বাড়িতেই ফিটনেস অনুশীলন করছি।'