অনেক টাকা দিয়ে কিনুন এই ব্যাট: মুশফিকের অনুরোধ

ভক্তদের একটি অনুরোধ করলেন মুশফিকুর রহিম। প্রথম আলো ফাইল ছবি
ভক্তদের একটি অনুরোধ করলেন মুশফিকুর রহিম। প্রথম আলো ফাইল ছবি

বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে সবার আগে স্মারক নিলামে তোলার ঘোষণাটা মুশফিকুর রহিমই দিয়েছিলেন। ২০১৩ সালের মার্চে বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে টেস্টে ডাবল সেঞ্চুরি করেছিলেন যে ব্যাট দিয়ে সেটিই মুশফিক নিলামে তুলতে চান। অবশেষে তাঁর মূল্যবান স্মারকটা নিলামে উঠছে আগামীকাল। সেটিও আবার তাঁর জন্মদিনে। 

কাল রাত ১০টায় মুশফিকের ব্যাট নিলামে উঠছে 'স্পোর্টস ফর লাইফে'র ফেসবুক পেজে। নিলাম নিয়ে ভক্তদের প্রতি একটি অনুরোধ আছে মুশফিকের, 'নিলামে তুলতে একটু দেরি হয়েছে কারণ, নিজের মধ্যে দ্বিধাধন্ধ কাজ করছিল। সবার প্রতি আমার অনুরোধ, শুধু আমার ব্যাট হিসেবে না, সবাই যেন ভাবে এটা অনেক বড় ব্যাটসম্যানের ব্যাট; যাতে অনেক টাকা দিয়ে কিনতে পারে। টাকাটা করোনায় ক্ষতিগ্রস্থদের পেছনে ব্যয় হবে।' এর আগে ২০১৯ বিশ্বকাপে ব্যবহৃত সাকিবের ব্যাট নিলামে ২০ লাখ টাকায় বিক্রি হয়েছিল।

কাল নিলামে উঠছে দেশের ফুটবল ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার মোনেম মুন্নার জার্সিও। ১৯৮৯ সালে ঢাকায় প্রেসিডেন্ট গোল্ডকাপে চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশ লাল দলে মুন্নার '২' নম্বর জার্সিটা নিলামে তোলা হচ্ছে। 'অকশন ফোর অ্যাকশনের' ফেসবুক পেজে রাত সাড়ে দশটায় শুরু হবে মুন্নার নিলাম। জার্সির ভিত্তিমূল্য ২ লাখ টাকা।

কাল রাতে 'স্পোর্টস ফর লাইফ' নিলামে তুলছে যুব বিশ্বকাপজয়ী আকবর আলীর জার্সি ও গ্লাভস। এই নিলামে থাকছে মোহাম্মদ নাঈমের ভারতের বিপক্ষে ৮১ রান করা ব্যাট আর মোসাদ্দেক হোসেনের ২০১৯ সালে ডাবলিনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২৭ বলে অপরাজিত ৫২ রান করে ফাইনাল জেতানো ব্যাটও।
সব মিলিয়ে কাল রাতটা যেন নিলাম-রাত!