উল্টাপাল্টা নিলাম দেখে পিছু হটলেন আশরাফুল

আশরাফুল নিলামে তুলতে চেয়েছিলেন এই ব্যাটটি। ফাইল ছবি
আশরাফুল নিলামে তুলতে চেয়েছিলেন এই ব্যাটটি। ফাইল ছবি

মহৎ উদ্দেশে ক্রিকেট তারকারা নিলামে তুলছেন অমূল্য স্মারক। সাকিব আল হাসান তুলেছেন ২০১৯ বিশ্বকাপে ব্যবহৃত ব্যাট, যেটি বিক্রি হয়েছে ২০ লাখ টাকায়। মুশফিকুর রহিম তুলেছেন দেশের হয়ে প্রথম টেস্ট ডাবল সেঞ্চুরির ব্যাট। মোহাম্মদ আশরাফুল তুলতে চেয়েছিলেন কার্ডিফে ২০০৫ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ জেতানো সেই সেঞ্চুরি করা ব্যাটটি।

আশরাফুলের ব্যাটটি নিলামে ওঠার কথা ছিল ১১ মে ‘অকশন ফর অ্যাকশনে’র পেজে। ভিত্তিমূল্যই দিতে চেয়েছিলেন ১৫ লাখ টাকা। কিন্তু নির্ধারিত তারিখে নিলামে ওঠেনি তাঁর ব্যাট। আশরাফুল জানালেন, সিদ্ধান্ত বদলেছেন। আপাতত নিলামে তুলতে চান না প্রিয় স্মারকটি।

সিদ্ধান্ত বদলের কারণ ব্যাখ্যায় বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক বললেন, নিলামের প্রক্রিয়াটা তাঁর কাছে অস্পষ্ট, ‘নিলামের প্রক্রিয়াটা আমার কাছে পরিষ্কার নয়। মুশফিকেরটায় দেখলাম অনেক উল্টাপাল্টা ঘটনা ঘটছে। উল্টাপাল্টা হলে আমার এত মূল্যবান স্মারক নিলামে তোলার কোনো মানে নেই। এটার উদ্দেশ্যই হচ্ছে মানুষকে সহায়তা করতে যত বেশি দাম পাওয়া যায়। আমাদের দেশে যেভাবে নিলাম হচ্ছে, এখন আর ব্যাটটা দিতে চাচ্ছি না। আর এখন যে পরিস্থিতি মানুষের হাতে অত টাকাও নেই।’

আশরাফুল যে ভিত্তিমূল্য দিতে চেয়েছিলেন, সেটিতে আয়োজকেরা রাজি হননি বলেও জানা গেছে। ভিত্তিমূল্য নিয়ে তাঁর যুক্তি, ‘ভিত্তিমূল্য কম দিয়ে লাভ কী! এর চেয়ে কম দামেই যদি বিক্রি করতে হয়, এই টাকা তো আমি নিজেই ব্যয় করছি মানুষের কল্যাণে। ঘোষণা দিয়েও পিছিয়ে আসায় অনেকে হয়তো খারাপ ভাবতে পারে আমাকে। কিন্তু নিলামের সংস্কৃতি আমাদের দেশে সেভাবে গড়ে ওঠেনি। নিলামের সংস্কৃতি আরও ভালো হলে তখন দেব। আশা করি ধীরে ধীরে এটা উন্নত হবে।’