কে পরবেন মাশরাফির ব্রেসলেট?

প্রিয় ব্রেসলেট হাতে মাশরাফি। ছবি: আইসিসি
প্রিয় ব্রেসলেট হাতে মাশরাফি। ছবি: আইসিসি
১৮ বছরের পুরোনো পছন্দের ব্রেসলেট নিলামে তুলছেন মাশরাফি বিন মুর্তজা।

ক্যারিয়ার শুরুতে লাল-সবুজ রঙে ‘বাংলাদেশ’ লেখা রিস্ট ব্যান্ড পরতেন। পরে রিস্ট ব্যান্ড বদলে রুপার তৈরি ব্রেসলেট পরা শুরু করেন মাশরাফি বিন মুর্তজা। ব্রেসলেটে ইংরেজিতে খোদাই করে লেখা ‘মাশরাফি’। ১৮ বছর ধরেই ব্রেসলেটটি শোভা পাচ্ছে মাশরাফির হাতে। চাইলে ব্রেসলেটি কিনে পরতে পারেন আপনিও।

করোনা যুদ্ধে শামিল হতে নিজের সেই প্রিয় ব্রেসলেটই নিলামে তুলতে যাচ্ছেন মাশরাফি। আগামীকাল রোববার রাত সাড়ে ১০টা পর্যন্ত চলবে মাশরাফির ব্রেসলেটের নিলাম। ব্রেসলেটের ভিত্তিমূল্য ধরা হয়েছে ৫ লাখ টাকা। এটি বিক্রির অর্থ ব্যবহার করা হবে করোনাদুর্গতদের সাহায্যার্থে। নিলাম অনুষ্ঠিত হবে আয়োজক ‘অকশন ফর অ্যাকশন’–এর ফেসবুক পেজে।

ব্রেসলেটে মাশরাফির নাম খোদাই করা আছে। ছবি: ফেসবুক
ব্রেসলেটে মাশরাফির নাম খোদাই করা আছে। ছবি: ফেসবুক

এর আগে সাকিব আল হাসান তাঁর ২০১৯ বিশ্বকাপের ব্যাট নিলামে ২০ লাখ টাকায় বিক্রি করেছেন।মুশফিকুর রহিমের প্রথম ডাবল সেঞ্চুরির ব্যাট কাল রাতে ১৭ লাখ টাকায় কিনে নেয় পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদির ফাউন্ডেশন। এ ছাড়া তাসকিন আহমেদ, সৌম্য সরকার, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলীসহ দেশের অন্য ক্রীড়াবিদেরা নিজ নিজ পছন্দের স্মারক নিলামে তুলেছেন। এবার মাশরাফিও তাঁদের সঙ্গে যোগ দিলেন।