'পানি টানানো'র পর কোহলির অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন

অধিনায়ক কোহলির একটি দিক ভালো লাগছে না সাবেকদের। ছবি: এএফপি
অধিনায়ক কোহলির একটি দিক ভালো লাগছে না সাবেকদের। ছবি: এএফপি
বিরাট কোহলির অধিনায়কত্ব আবারও প্রশ্ন উঠল

আধুনিক ক্রিকেটে বিরাট কোহলির মতো অধিনায়ক হারিয়ে যাচ্ছে। এমন আক্রমণাত্মক অধিনায়ক খুব কমই দেখা যায়। দলের প্রত্যেক খেলোয়াড়কে অনুপ্রাণিত করার পাশাপাশি দর্শককেও খেলার অংশ বানিয়ে নিতে জানেন। ফলে অধিনায়ক হিসেবে কোহলিকে অনেকেরই পছন্দ। তবে তাঁর একটি ব্যাপার নিয়ে এখনো প্রশ্ন তুলছেন সাবেক ক্রিকেটাররা।


কদিন আগেই ঋষভ পন্তকে সঠিকভাবে ব্যবহার করছেন না কোহলি, এমন অভিযোগ করেছেন আশীষ নেহরা। বলেছেন ধোনির উত্তরসূরিকে দিয়ে পানি টানানো হচ্ছে। এবার মুখ খুললেন মোহাম্মদ কাইফও। দল নিয়ে খুব বেশি পরীক্ষা-নিরীক্ষার অভিযোগ তুলেছেন কাইফ।

তাঁর ভাষায় তরুণদের দলে থিতু হতে দিচ্ছেন না কোহলি, 'দল নির্বাচন নিয়ে বড় বেশি পরীক্ষা চালাছে কোহলি। ওর এটা করা উচিত হচ্ছে না। গত বিশ্বকাপে কোহলি দলের লাইনআপ নিয়ে অনেক বেশি ঘেটেছে। অনেক নবিশ খেলোয়াড়কে বিশ্বকাপে নিয়েছে। কোহলির উচিত নির্বাচিতদের ওপরই ভরসা রাখা, তাদের সমর্থন দেওয়া। কয়েক ম্যাচের জন্য ফর্ম হারালেও তাকে সমর্থন দেওয়া। কোহলির উচিত খেলোয়াড় সৃষ্টি করা। তাহলেই সে ভালো একটা দল পাবে।'

ঋষভ পন্তের প্রসঙ্গ টেনে হেলো অ্যাপ লাইভ সেশনে কাইফ বলেছেন, 'উইকেটরক্ষকের ভূমিকাতেও ওরা অনেক বেশি অদলবদল করছে। ভারতের একজন নির্দিষ্ট উইকেটরক্ষক দরকার। কেএল রাহুল একজন বিকল্প উইকেরক্ষক হতে পারে কিন্তু তাকে মূল কিপার বানানো ঠিক হবে না। ধোনিকে বাদ দিয়ে ঋষভ পন্তকে বেছে নিলে কোহলির উচিত তাকে পর্যাপ্ত সমর্থন দেওয়া। দলের পানি টানার জন্য তো সে নয়।'


কাইফের ধারণা মহেন্দ্র সিং ধোনির চেয়েও ভালো অধিনায়ক হতে পারবেন কোহলি। কিন্তু সেটা করতে হলে খেলোয়ারদের ওপর আস্থা রাখতে হবে কোহলিকে, 'কোহলি ও তার দলের এই শেষ বাধাটা পার হয়ে যাওয়ার কথা। যদি তাই হয়, কোহলি সবচেয়ে সফল অধিনায়ক হিসেবে অবসর নিতে পারবে। কোহলির কাছে ম্যাচ-জেতানো খেলোয়াড় আছে, ভালো খেলোয়াড় আছে। তাদের সমর্থন দিতে হবে, যদি দল বানাতে চাও। একটা দল হিসেবে খেলতে পারলে, এরা অসাধারণ হবে। যদি এ পথে এগোয় তাহলে কোহলি অবসরের সময় ধোনিকেও ছাড়িয়ে যাবে।'