ওয়ার্নের 'চরিত্র' বোঝালেন স্টিভ ওয়াহ

সাপে–নেউলে সম্পর্ক অস্ট্রেলিয়ার দুই সাবেক গ্রেটের। ছবি: এএফপি
সাপে–নেউলে সম্পর্ক অস্ট্রেলিয়ার দুই সাবেক গ্রেটের। ছবি: এএফপি

স্টিভ ওয়াহর সঙ্গে শেন ওয়ার্নের সম্পর্কটা কেমন, সেটা নতুন করে বলার কিছু নেই। নিজের আত্মজীবনীতে সাবেক অধিনায়কের অনেক সমালোচনা ওয়ার্ন করেছেন। ১৯৯৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এক টেস্টে অস্ট্রেলীয় দল থেকে বাদ পড়ার খেদটা যে ওয়ার্ন কখনোই ভুলে যেতে পারেননি, সেটা সবাই জানেন। সেই বাদ পড়ার পেছনে লেগ স্পিন কিংবদন্তি সব সময়ই স্টিভকে দায়ী করে থাকেন। তাঁর এক কথা, অধিনায়ক হিসেবে কুড়ি বছর আগে স্টিভের নৈতিক ও মানসিক সমর্থন তিনি পাননি।

স্টিভের সঙ্গে ওয়ার্নের বাজে সম্পর্কের ব্যাপারটা আবারও সামনে চলে এসেছে নতুন করে। সম্প্রতি ক্রিকেট আর্কাইভিস্ট রব মুডির এক টুইট থেকেই সেটির শুরু। মুডি ইসএসপিএন ক্রিকইনফোর একটি পরিসংখ্যান টুইটারে কিছুদিন আগে পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে ক্যারিয়ারে মোট ১০৪ বার রান আউটের সঙ্গে নিজের নাম জড়িয়েছেন স্টিভ। এই টুইটেই ওয়ার্ন মন্তব্য করে বসেন—'রেকর্ডের জন্যই বলছি, আমি আগেও কমপক্ষে ১ হাজার বার এটি বলেছি। আমি স্টিভকে ঘৃণা করি না। সম্প্রতি আমি আমার সর্বকালের সেরা অস্ট্রেলীয় দলে তাঁকে রেখেছি। কিন্তু আমি যত ক্রিকেটারের সঙ্গে খেলেছি, স্টিভ যেকোনো বিচারেই তাদের মধ্যে সবচেয়ে স্বার্থপর ক্রিকেটার। আর এই পরিসংখ্যান…'

ওয়ার্নের এই মন্তব্যে বেশ ক্ষুব্ধই স্টিভ। তাঁর সাফ জবাব, 'এই মন্তব্য ওয়ার্নের চরিত্রই তুলে ধরে।'
একটি টিভি চ্যানেলকে স্টিভ জানিয়েছেন, ওয়ার্নের সঙ্গে তাঁর কখনোই কোনো দ্বন্দ্ব বা বিবাদ ছিল না, 'দেখুন দ্বন্দ্ব বা বিবাদের জন্য দুটি পক্ষ লাগে। এখানে দুটি পক্ষ কোথায়। সবই এক তরফা। আমি কখনোই ওয়ার্নের সঙ্গে দ্বন্দ্বে নিজেকে জড়াইনি। আমি এর সঙ্গে কখনোই ছিলাম না, এটা স্পষ্ট করেই বলতে চাই।'

এক তরফা লড়াইটাই ২১ বছর জমিয়ে রেখেছেন ওয়ার্ন। দুই পক্ষ রাজি থাকলে ক্রিকেট আরও বেশ কিছু মজার গল্প পেত, এটা নিশ্চিত!