আম্পানে ক্ষতিগ্রস্তদের জন্য কোহলি-যুবরাজদের প্রার্থনা

আম্পানে প্রচুর মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে পশ্চিমবঙ্গ ও ওডিশায়। ছবি: টুইটার
আম্পানে প্রচুর মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে পশ্চিমবঙ্গ ও ওডিশায়। ছবি: টুইটার

সুপার সাইক্লোন আম্পানে ‍লণ্ডভণ্ড কলকাতা শহর। বলা হচ্ছে, গত ২৫০ বছরে এমন তাণ্ডব দেখেনি বাংলাদেশের প্রতিবেশি এ শহর। গোটা পশ্চিমবঙ্গ ভীষণ ক্ষতিগ্রস্ত এ ঝড়ে। বাংলাদেশও এর বাইরে নয়। এ ঝড়ে প্রাথমিকভাবে মৃতের সংখ্যা ১০জন। আম্পানে ক্ষতিগ্রস্তদের প্রতি সহমর্মিতা জানালেন ভারতীয় ক্রিকেটাররা।

ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি আজ টুইটে লেখেন, 'পশ্চিমবঙ্গ ও ওডিশায় ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্তদের জন্য প্রার্থনা করছি। সৃষ্টিকর্তা সবাইকে রক্ষা করুন, আশা করি সব দ্রুতই ঠিক হয়ে যাবে।'

কোহলির সতীর্থ ও ভারতের ওপেনার শিখর ধাওয়ানের টুইট, 'সাইক্লোন আম্পানে পশ্চিমবঙ্গ ও ওডিশায় ক্ষতিগ্রস্তদের জন্য প্রার্থনা করছি। সবাই একে অপরের খেয়াল রাখুন এবং নিরাপদ থাকুন।'

ইউনিসেফ জানিয়েছে, ভারত ও বাংলাদেশ মিলিয়ে প্রায় ১৯ লাখ শিশু এ ঝড়ে জীবন নিয়ে ঝুঁকির মধ্যে পড়েছে। এ ছাড়াও আবাসস্থল হারিয়েছে প্রচুর মানুষ। পশ্চিমবঙ্গ ও ওডিশার ক্ষতিগ্রস্ত মানুষের জন্য মন কাঁদছে ভারতীয় ক্রিকেটারদের।

বিরাট কোহলির টুইট। ছবি: টুইটার
বিরাট কোহলির টুইট। ছবি: টুইটার

ভারতের সাবেক ক্রিকেটার যুবরাজ সিং টুইট করেন, 'বাংলা ও ওডিশায় ভাই-বোনদের বলছি, শক্ত থাকুন। এই বিপদ কাটিয়ে উঠতে আমার হৃদয়নিংড়ানো প্রার্থনা রইল।'

ভারতের অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা টুইট করেন, 'ওডিশা ও পশ্চিমবঙ্গের মানুষেদের জন্য প্রার্থনা করছি। এই মর্মান্তিক সময়ে যাঁরা পরিবারের সদস্যদের হারিয়েছেন তাদের প্রতি সহমর্মিতা জানাচ্ছি।'