'সাইলেন্ট কিলার' মাহমুদউল্লাহ দানেও তেমনই

দলের প্রয়োজনে সব সময়ই নিজের কাজটা নীরবে করে যান মাহমুদউল্লাহ। ফাইল ছবি
দলের প্রয়োজনে সব সময়ই নিজের কাজটা নীরবে করে যান মাহমুদউল্লাহ। ফাইল ছবি

মাহমুদউল্লাহকে অনেকেই বলেন বাংলাদেশ দলের ‌‌'সাইলেন্ট কিলার।' অনেকে আবার তাঁকে বলেন বাংলাদেশের ‌'দ্য ফিনিশার।' দলের সবচেয়ে প্রয়োজনে নিজের কাজটা নীরবেই ঠিকঠাক করে যান মাহমুদউল্লাহ। করোনাভাইরাসের মহামারিতে বাংলাদেশের এই দুঃসময়েও নীরবেই নিজের কাজটা করে যাচ্ছেন সাইলেন্ট কিলার মাহমুদউল্লাহ।

করোনার এই সময়ে সব ধরনের ক্রিকেট যখন বন্ধ, তামিম ইকবাল এগিয়ে এসেছেন ভক্তদের কিছুটা হলেও আনন্দ দিতে। নিয়মিত তিনি অনলাইনে আড্ডা দিচ্ছেন দেশি-বিদেশি ক্রিকেটারদের নিয়ে। এদিন তামিমের আড্ডায় এসেছিলেন মাশরাফি বিন মুর্তজা, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ। করোনার এই সময়ে ক্রিকেটাররা যেভাবে মানুষের সাহায্যে হাত বাড়িয়ে দিয়েছেন, সেসবও উঠে এসেছে আড্ডায়।

মাশরাফির উদ্যোগ, তামিমের বিভিন্ন জনকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া, মুশফিকের ব্যাটের নিলাম থেকে আসা টাকা দিয়ে দু্স্থ মানুষদের ঈদ উপহার পাঠানো আর সাকিব ফাউন্ডেশনের কাজ নিয়ে আলোচনার এক পর্যায়ে আসে মাহমুদউল্লাহর কথাও। তামিম তাঁকে বলেন, ‌'রিয়াদ (মাহমুদউল্লাহ) ভাই আপনাকে কেউ বলে থাকেন বাংলাদেশ দলের সাইলেন্ট কিলার। আপনি এখন নীরবে একটা কাজ করছেন। অনেককেই দান করে যাচ্ছেন, কিন্তু প্রকাশ করছেন না।'

এটুকু ভূমিকা দেওয়ার পর তামিম মাহমুদউল্লাহকে প্রশ্ন করেন, ‌'আপনি আসলে কী করছেন, কাদের সাহায্য করেছেন; একটু কি এ বিষয়ে বলবেন? ' এই প্রশ্নে অবশ্য সাইলেন্ট কিলার সাইলেন্টই থাকলেন, ‌'আমি আমার সাধ্যমতো কিছু না কিছু করছি। তবে আমি এগুলো গোপনই রাখতে চাই।'