রায়নাকে যেভাবে সুখবর দিয়েছিলেন যুবরাজ

যুবরাজের সঙ্গে মজার এক গল্প সবার কাছে জানালেন রায়না। ফাইল ছবি
যুবরাজের সঙ্গে মজার এক গল্প সবার কাছে জানালেন রায়না। ফাইল ছবি
>ওয়ানডে অভিষেক ২০০৫ সালে হলেও টেস্টের জার্সি গায়ে জড়াতে জড়াতে ২০১০ সালে হয়ে গিয়েছিল ভারতীয় ব্যাটসম্যান সুরেশ রায়নার। অভিষেকটাও হয়েছিল নাটকীয়ভাবে। সে কাহিনিই এত দিন পর জানিয়েছেন এই তারকা

২০১০ সালে শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বোয় টেস্ট অভিষেক হয় ভারতীয় ব্যাটসম্যান সুরেশ রায়নার। সেঞ্চুরি করে অভিষেকটা রাঙিয়েছিলেন তিনি। কিন্তু এসব কিছুই অসম্ভব ছিল, যদি সতীর্থ যুবরাজ সিংয়ের পেট খারাপ না হতো!


অভিষেকের চমকপ্রদ এই কাহিনিটা এতদিনে এসে বলেছেন রায়না। আকাশ চোপড়ার সঙ্গে ইউটিউব সাক্ষাৎকারে জানিয়েছেন, তাঁর টেস্ট অভিষেক হয়েছে একদম হুট করে, 'টেস্ট শুরুর আগের রাতে যুবি (যুবরাজ) আমাকে বললেন, ''তুমি প্রস্তুত থাকো। আমি অসুস্থ। খুব সম্ভবত তুমি খেলতে চলেছ আমার জায়গায়।'' তাঁর খুব সম্ভবত পেট খারাপ বা পেটের অন্য কোনো সমস্যা হচ্ছিল। যে কারণে সে টেস্টটা খেলতে পারেননি তিনি।'


অভিষেকেই টেস্ট লড়াইয়ে নামতে হবে মাহেলা জয়াবর্ধনে, কুমার সাঙ্গাকারা, তিলেকরত্নে দিলশানদের সঙ্গে! ফলে স্বাভাবিকভাবেই উত্তেজনায় সে রাতে ঘুম হয়নি রায়নার, 'আমার সে রাতে ঘুম হল না। কারণ শ্রীলঙ্কায় প্রচণ্ড গরম ছিল, কিংবদন্তি কিছু খেলোয়াড়ের বিপক্ষে খেলতে নামব দেখে মুখিয়ে ছিলাম। আর সর্বোপরি, আমার টেস্ট অভিষেক ছিল সেটা।'


তবে রায়নার কপাল ভালো, প্রথম দিনেই ব্যাট করতে হয়নি তাঁকে। সে টেস্টে টস জেতার পর নির্দ্বিধায় ব্যাটিং নেয় লঙ্কানরা। কুমার সাঙ্গাকারার ডাবল সেঞ্চুরির সঙ্গে মাহেলা জয়াবর্ধনে ও থারাঙ্গা পারানাভিতানার সেঞ্চুরি মিলিয়ে রান পাহাড়ে চড়ে বসে তাঁরা। ভারতের ব্যাটিং আসতে আসতে তাই বেশ প্রস্তুত হয়ে গিয়েছিলেন এই তারকা। যার প্রতিফলন দেখা গেছে তাঁর ব্যাটিংয়ে, 'সৌভাগ্যবশত আমরা টস হেরে যাই। প্রথমে ফিল্ডিং করতে নামি। দুদিন ভালোভাবে খেলার গতিবিধি পর্যবেক্ষণ করে আমি যখন ব্যাট করতে নামলাম, তখন আমি বেশ প্রস্তুত। না হয় ওয়ানডে অভিষেকের মতো এখানেও শূন্য রানে আউট হয়ে যেতাম।'


শ্রীলঙ্কার ৬৪২ রানের জবাবে ভারতও ভালো ব্যাটিং করে। ২০৩ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন শচীন টেন্ডুলকার। সঙ্গে মুরলি বিজয়, বীরেন্দর শেবাগের হাফসেঞ্চুরি মিলিয়ে ৭০৭ রান তোলে ভারত। টেস্ট ড্র হয়। রায়না যখন উইকেটে নামেন, ভিভিএস লক্ষ্মণকে হারিয়ে ভারত শিবিরে তখন চিন্তার ছাপ। ভারত পিছিয়ে ছিল ২০১ রানে। সেসব চিন্তাকে তুড়ি মেরে উড়িয়ে টেন্ডুলকারের সঙ্গে সে ম্যাচে ১২০ রানের একটা কার্যকরী জুটি গড়েন রায়না। তুলে নেন নিজের সেঞ্চুরিটাও। দ্বাদশ ভারতীয় হিসেবে টেস্ট অভিষেকেই সেঞ্চুরি করার কীর্তি গড়েন বহু বছর ধরে চেন্নাই সুপার কিংসে খেলা এই তারকা।