আফ্রিদি-গম্ভীরকে থামতে বললেন ওয়াকার

আফ্রিদি ও গম্ভীরের লড়াই খেলার দিনগুলোতেও ছিল। ছবি: এএফপি
আফ্রিদি ও গম্ভীরের লড়াই খেলার দিনগুলোতেও ছিল। ছবি: এএফপি

আজ একজন খোঁচা মারছেন, তো কাল পাল্টা জবাব আসছে আরেকজনের দিক থেকে। শহীদ আফ্রিদি আর গৌতম গম্ভীরের মধ্যে কথার লড়াই যেন থামার কোনো নাম নেই! কখনো রাজনীতি, কখনো ক্রিকেটে কার কী অর্জন – কোনো কিছুই বাদ যাচ্ছে না খোঁচার দিক থেকে। তবে দুজনকে এবার কথার লড়াই থামিয়ে 'পরিণত' আচরণের আহবান জানিয়েছেন পাকিস্তানের বোলিং কোচ ও কিংবদন্তি ফাস্ট বোলার ওয়াকার ইউনিস।

আফ্রিদি-গম্ভীরের ঝামেলা তো চলছে খেলোয়াড়ি দিনগুলো থেকেই। তা নিজের আত্মজীবনীতে গম্ভীরের 'গম্ভীর' মুখভঙ্গি নিয়ে আফ্রিদি লিখেছেন, সাবেক ভারতীয় ওপেনার 'ডন ব্র্যাডম্যান আর জেমস বন্ডকে মেলালে যেমন মানুষ হবে, তেমন আচরণ করেন। অথচ তাঁর কোনো দারুণ রেকর্ডই নেই।' সেটার জবাবে আফ্রিদির মাথা খারাপ বোঝাতে গম্ভীর বলেছিলেন, তিনি নিজ দায়িত্বে আফ্রিদিকে মানসিকরোগ বিশেষজ্ঞের কাছে নিয়ে যাবেন।

দুজনের এই কথার লড়াইয়ে যেন বিরক্ত হয়ে উঠেছেন ওয়াকার ইউনিস। আলোচনা অনুষ্ঠান 'কিউটোয়েন্টি'তে পাকিস্তানের বোলিং কোচ বলেছেন, 'গৌতম গম্ভীর আর শহীদ আফ্রিদির মধ্যে কথার লড়াইটা অনেকদিন ধরেই চলছে। আমার মনে হয় ওদের দুজনেরই উচিত আরও স্মার্ট আচরণ করা, পরিণত হওয়া, শান্ত থাকা। সামাজিক যোগাযোগমাধ্যমে আপনি এমন কিছু করলে মানুষ তো মজা পাবেই। ওদের দুজনেরই আরও পরিণত-শান্ত হওয়া দরকার।'

দুজনকে প্রয়োজনে দেখা করে ঝামেলা মিটিয়ে ফেলতে বলছেন ওয়াকার, 'অনেক বেশি সময় ধরেই দুজনের এই ঝামেলাটা চলছে। ওদের জন্য আমার পরামর্শ, যদি শান্ত হতে না পারো তাহলে দুনিয়ার কোনো এক জায়গায় দেখা করো, কথা বলে ঝামেলা মিটিয়ে নাও।'

আফ্রিদি ও গম্ভীরের যেমন দা-কুমড়া সম্পর্ক, ক্রিকেট মাঠে ভারত-পাকিস্তানের লড়াইয়ে সে ঝাঁঝটা আর নিয়মিত পাওয়া যাচ্ছে কই! খেলাই তো হয় না। দুই দেশের রাজনৈতিক-কূটনৈতিক সম্পর্ক এতটাই দুর্বল যে, ক্রিকেট মাঠে ভারত-পাকিস্তান লড়াইয়ের দেখা এখন শুধু মেলে আইসিসির টুর্নামেন্টে। দ্বিপাক্ষিক কোনো সিরিজ হয় না সাত বছর ধরে।

এ নিয়ে প্রশ্নে ওয়াকারের কথা, 'আপনি যদি দুই দেশের মানুষকেই জিজ্ঞেস করেন ভারত-পাকিস্তানের সিরিজ হওয়া উচিত কি না, অন্তত ৯৫ শতাংশ মানুষ 'হ্যাঁ' বলবে। সেটা ইমরান-কপিল সিরিজ নামেই হোক, বা ইনডিপেন্ডেন্স সিরিজ বা যা নামই দিন না কেন। আমার মনে হয় অনেক হিট একটা টুর্নামেন্ট হবে সেটা। দুই দেশের ক্রিকেটপ্রেমীদেরই ক্রিকেটের এই রোমাঞ্চ থেকে বঞ্চিত না করতে ভারত-পাকিস্তানের আরও নিয়মিত সিরিজ খেলা উচিত বলে মনে করি আমি।'

দুই দেশ অদূর ভবিষ্যতে সিরিজ খেলবে, এমন আশাও দেখেন ওয়াকার, 'আমি সত্যিই ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ হওয়ার সম্ভাবনা দেখি। জানি না সেটা কোথায় হবে, আশা করি সেটা ভারত নয়তো পাকিস্তানের মাটিতেই হবে। আপনি নিশ্চয়ই এই দুই দেশকে অন্য কোথাও গিয়ে ক্রিকেট খেলতে দেখতে চাইবেন না। তবে এটা নিশ্চিতভাবেই বলব, আগামী কয়েক বছরের মধ্যে ভারত-পাকিস্তান সিরিজ খেলবে।'