কোহলিকে ভয় পান না পাকিস্তানের তরুণ-বিস্ময়

বাংলাদেশের বিপক্ষে অনন্য এক রেকর্ড গড়েছিলেন নাসিম। ছবি: টুইটার
বাংলাদেশের বিপক্ষে অনন্য এক রেকর্ড গড়েছিলেন নাসিম। ছবি: টুইটার

গত কিছুদিনে আবার এক ঝাঁক তরুণ পেসারের সন্ধান পেয়েছে পাকিস্তান। শাহীন শাহ আফ্রিদি তো ২১ পেরোনোর আগেই পেস আক্রমণের নেতা হয়ে উঠেছেন। ভয়ংকর গতি আর বাউন্স নিয়ে হাজির হয়েছিলেন মোহাম্মদ হাসনাইন। কিন্তু আবির্ভাবের পরই হারিয়ে যাওয়ার দশা ২০ বছরের হাসনাইনের। কারণ তাঁর চেয়ে ৪ বছরের ছোট হয়েও প্রতিশ্রুতি, নিয়ন্ত্রণ আর গতিতে তাঁকে টপকে গেছেন নাসিম শাহ। 

পাকিস্তানের আগামী প্রজন্মের সেরা অস্ত্র ভাবা হচ্ছে নাসিম শাহকে। কৈশোরেই অস্ট্রেলিয়ার মাটিতে অভিষেক করিয়ে দেওয়া হয়েছে। এর পর শ্রীলঙ্কার বিপক্ষে সর্বকনিষ্ঠ পেসার হিসেবে ৫ উইকেট পাওয়ার রেকর্ড গোরেছেন। এতেও চমক থামেনি। মাত্র ১৬ বছর বয়সে বাংলাদেশের বিপক্ষে হ্যাটট্রিক করের্বকনিষ্ঠ বোলার হিসেবে হিসেবে হ্যাটট্রিক করার রেকর্ডটাও করে ফেলেছেন। এমন পারফরম্যান্স তাঁকে আত্মবিশ্বাসী করে তুলছে। আর এ কারণেই কিনা, স্বয়ং বিরাট কোহলিকে বল করার কথাতেও ভড়কে যাচ্ছেন না।

করোনা সংক্রমণের মধ্যেই ইংল্যান্ড সফরের জন্য প্রস্তুত হচ্ছে পাকিস্তান। এরই মধ্যে অনুশীলনে ফিরেছেন নাসিমরা। পাক প্যাশনের সঙ্গে কথোপকথনে বিরাট কোহলির বিপক্ষে বল করার সুযোগ পেলে কী করবেন সেটা নাসিম জানিয়েছেন এভাবে, 'বিরাট কোহলিকে আমি শ্রদ্ধা করি কিন্তু ভয় পাই না। সেরাদের বিপক্ষে বল করা সময়ই চ্যালেঞ্জের। কিন্তু ওই সময়েই তো নিজের সেরাটা দিতে হয়। বিরাট কোহলির বিপক্ষে খেলার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।'

বিরাট কোহলির মুখোমুখি হওয়ার সুযোগ খুব বেশি পাবেন না নাসিম। ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ হওয়ার কোনো সম্ভাবনা অদূর ভবিষ্যতে নেই। ওদিকে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে আইপিএল ছাড়াও অন্য কোথাও দেখা যায় না কোহলিকে। আর আইপিএলে পাকিস্তানের খেলোয়াড়দের খেলার অনুমতি নেই। ফলে আইসিসির টুর্নামেন্ট ছাড়া গতি নেই। যে পরিস্থিতেই হোক না কেন, ভারতের বিপক্ষে খেলার সুযোগ পেলে নিজেকে উজাড় করে দেওয়ার কথা জানিয়েছেন নাসিম, 'ভারত-পাকিস্তান ম্যাচ সব সময়ই বিশেষ কিছু। আমাকে বলা হয়েছে, এ ম্যাচ দিয়ে খেলোয়াড়রা রাতারাতি নায়ক বনে যেত পারে, খলনায়কও হতে পারে। আর এত কম হওয়াতে ম্যাচগুলো আরও বিশেষ হয়ে উঠছে। যখনই সুযোগ আসুক, আমি ভারতের বিপক্ষে খেলার অপেক্ষায় আছি। আশা করি যখন সুযোগ আসবে, ভারতের বিপক্ষে ভালো করব এবং ভক্তদের নিরাশ করব না।'