আসল বাবর আজমকে দেখা এখনো বাকি

পাকিস্তানের ব্যাটসম্যান বাবর আজম। ফাইল ছবি
পাকিস্তানের ব্যাটসম্যান বাবর আজম। ফাইল ছবি
>বাবর আজমের প্রশংসায় পঞ্চমুখ পাকিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ

অনেকেই তাঁকে মনে করেন সময়ের অন্যতম সেরা পাকিস্তানি ব্যাটসম্যান। অনেকে আবার শুধু পাকিস্তানের গণ্ডিতে আটকে নেই, বাবর আজমকে মনে করেন সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান হিসেবে। কেউ কেউ তো তাঁকে তুলনা করেন বিরাট কোহলির সঙ্গে। ৭৪ ওয়ানডেতে ১০ ও ২৬ টেস্টে ৫টি সেঞ্চুরি করা বাবর আজমের আসল রূপ এখনো ক্রিকেট বিশ্ব দেখেনি বলেই মনে করেন পাকিস্তানের আরেক ব্যাটসম্যান মোহাম্মদ হাফিজ।

বাবর আজমের সঙ্গে খুব বেশি খেলা হয়নি হাফিজের। বাবর আজম পাকিস্তানের সীমিত ওভারের ক্রিকেটের নেতৃত্ব পাওয়ার পর তাঁর অধীনে খেলেছেন মাত্র দুটি ম্যাচে। কিন্তু এই দুই ম্যাচ দেখে যা বুঝেছেন তাতে পাকিস্তানের অভিজ্ঞ অলরাউন্ডার মনে করেন বাবর আজম আরও অনেক দূর যাবেন। এখনো তাঁর সেরাটা কারও দেখাই হয়নি।

বাবর আজমের প্রশংসা করতে গিয়ে হাফিজ বলেছেন, ‌'সে পাকিস্তানের খুবই প্রতিভাবান একজন ক্রিকেটার। পাকিস্তানের হয়ে তার ৫ বছরের ক্যারিয়ারে সে অসাধারণ ক্রিকেট উপহার দিয়েছে। যাই হোক, সে এখনো তার সেরাটা দিতে পারেনি। তার যে প্রতিভার প্রমাণ আমি পেয়েছি সেটা থেকেই এটা বলছি।'

বাবর আজমের বয়স এখন মাত্র ২৫ বছর। সামনে লম্বা ক্যারিয়ার পড়ে আছে তাঁর । অদূর ভবিষ্যতে বাবর আজম আরও অনেক কিছু করতে পারবেন বলেই মনে করেন হাফিজ, ‌'সে আমার ছোট ভাইয়ের মতো। আমি ওকে সামনাসামনিই বলে দিয়েছি যে ওর মধ্যে যে প্রতিভা আছে, তার ধারে কাছেও এখনো যেতে পারেনি। আমার বিশ্বাস লম্বা সময় ও পাকিস্তানের হয়ে খেলবে।'

অল্প বয়সেই পাকিস্তানের নেতৃত্ব পেয়েছেন বাবর আজম। এটা কি তাঁর জন্য বোঝা হয়ে আসবে? হাফিজ সেটা মনে করেন না। হাফিজের বরং এর উল্টোটাই মনে হয়, ‌‌'অধিনায়ক হিসেবে ওকে আমি খুব বেশি দেখিনি। ওর নেতৃত্বে আমি শুধু দুটি ম্যাচ খেলেছি। ওর নেতৃত্ব গুনের বিশ্লেষণ আমি করতে পারব না। তবে আমি আশা করি লম্বা সময় ধরে ও পাকিস্তানকে নেতৃত্ব দেবে।'