মেসিদের অপেক্ষায় ব্রাজিলিয়ান মাইয়া

বার্সেলোনায় মেসিদের সতীর্থ হতে পারেন ব্রাজিলের তরুণ তুর্কি। ছবি: টুইটার
বার্সেলোনায় মেসিদের সতীর্থ হতে পারেন ব্রাজিলের তরুণ তুর্কি। ছবি: টুইটার
>ব্রাজিলের তরুণ তারকা গুস্তাভো মাইয়াকে কেনার জন্য আগে থেকেই এক পা বাড়িয়ে রেখেছে বার্সেলোনা

ব্রাজিলিয়ান লিগ থেকে ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রিগো ও রেইনিয়েরকে কিনে এর মধ্যেই নিজেদের ভবিষ্যৎ সুরক্ষিত করার কাজে বেশ এগিয়ে গেছে রিয়াল মাদ্রিদ। চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাই বা পিছিয়ে বা থাকবে কেন? ভবিষ্যতের তারকার খোঁজে তারাও চোখ দিয়েছে ব্রাজিলে। নজর পড়েছে তরুণ স্ট্রাইকার গুস্তাভো মাইয়ার দিকে।


যে কারণে কিছুদিন আগেই শোনা গেছে, বেশ কিছু টাকা দিয়ে এর মধ্যেই মাইয়াকে কেনার কাজে অন্যান্য ক্লাবের চেয়ে নিজেদের এগিয়ে রেখেছে বার্সেলোনা। অ্যাটলেটিকো মাদ্রিদ, লিভারপুলের মতো ক্লাবগুলোও মাইয়ার প্রতি আগ্রহী ছিল বলে খবর। কিন্তু যে খেলোয়াড়ের নিজের মনেই ঘর বেঁধেছে বার্সা, সে কী আর অন্য কোথাও যেতে পারে? আর সে সুযোগটাই নিয়েছে কাতালানরা। গত জানুয়ারিতে ১০ লাখ ইউরো (সাড়ে ৯ কোটি টাকা) দিয়ে মাইয়ার জন্য 'অগ্রিম বুকিং' দিয়ে রেখেছে বার্সেলোনা, এমন খবর শোনা গিয়েছিল। আসছে জুনে বাকি অর্থ পরিশোধ করে পাকাপাকিভাবে মাইয়াকে নিয়ে আসবে বার্সেলোনা, এমনটাই অনুমান করা হচ্ছিল।

শর্ত অনুযায়ী, জুনের মধ্যে বাকি সাড়ে ৩০ লাখ ইউরো পরিশোধ করে মাইয়াকে ঘরে তুলতে হবে বার্সেলোনার। এবং সেটা হতে হবে এই জুন মাসেই। জুন মাসের দুই দিন পেরিয়ে গেলেও এখনও এ ব্যাপারে বার্সার পক্ষ থেকে কোনো তোড়জোড় দেখা যাচ্ছে না। ফলে হালকা হলেও গোটা চুক্তির ব্যাপারে সংশয় দেখা গিয়েছে। যদিও মাইয়ার মুখপাত্র দানিলো সিলভা নিঃসন্দেহ, বার্সেলোনা মাইয়াকে নিয়েই ছাড়বে, 'আমরা নিশ্চিত, বার্সেলোনা মাইয়াকে কিনে নেবে। এর মধ্যেই গত সোমবারে ক্লাবটি এই ব্যাপারে আমাদের ইঙ্গিত দিয়েছে, মাইয়াও ঘরে বসে স্প্যানিশ ভাষা শেখা শুরু করে দিয়েছে।'

সাও যুব ফুটবল কাপে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে নজর কেড়েছিলেন মাইয়া। ১৯ বছর বয়সী উইঙ্গার সাত ম্যাচে গোল করেছিলেন তিনটি। অ্যাটলেটিকো মাদ্রিদ ও লিভারপুলের মতো ক্লাবগুলো চেয়েছিল মাইয়াকে। কিন্তু বার্সা ছাড়া অন্য কোনো ক্লাবের কথা মাথাতেই আনেননি এই তারকা। ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবোইস্পোর্তেকে এমনটাই জানিয়েছেন সিলভা, 'গত কয়েক মাসে অন্যান্য অনেক ক্লাব মাইয়াকে চেয়েছিল। কিন্ত আমাদের মনে কোনো সংশয় ছিল না যে মাইয়া বার্সাতেই যাবে।'

কিন্তু খেলোয়াড় চাইলেই তো আর একটা দলবদল হয়না, আগ্রহী ক্লাবকে অর্থ পরিশোধও করতে হয় সময়মতো। সে ব্যাপারে বার্সা এখনো কোনো আগ্রহ দেখায়নি বলে জানিয়েছেন খোদ মাইয়ার বর্তমান ক্লাব সাও পাওলোর পরিচালক আলেজান্দ্রে পাসারো, 'মাইয়া বার্সায় যাবে কি না, সে ব্যাপারে এখনই আমরা নিশ্চিতভাবে কিছু বলতে পারি না। মাইয়াকে কেনার জন্য বার্সার কাছে জুন মাসের ৩০ তারিখ পর্যন্ত সময় আছে। তাঁরা এখনও আমাদের এ ব্যাপারে কিছুই জানায়নি। বার্সার সঙ্গে শেষবার যখন আমার কথা হয় ওরা বলেছিল, সবকিছু খুবই অনিশ্চিত।'
এখন এই অনিশ্চয়তার আড়ালে মাইয়ার স্বপ্ন ভেস্তে না গেলেই হয়!