পাকিস্তানি তরুণের 'বানি' হবেন কোহলি

কোহলিকে বারবার আউট করবেন নাসিম শাহ? ছবি: এএফপি
কোহলিকে বারবার আউট করবেন নাসিম শাহ? ছবি: এএফপি

বিরাট কোহলিকে নিয়ে নতুন করে বলার কিছুই নেই। বর্তমান বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটসম্যান ভারতের অধিনায়ক। ভারতের বিপক্ষে ম্যাচ মানেই বোলারদের পরিকল্পনার একটা বড় অংশ জুড়ে থাকে কোহলিকে ফেরানোর কৌশল। সেই কোহলিকেই নাকি ভবিষ্যতে বারবার আউট করবেন পাকিস্তানের তরুণ পেস-বিস্ময় নাসিম শাহ! এমনটাই বলছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার ফয়সাল ইকবাল।

নাসিম শাহের বয়স মাত্র ১৭ । গত বছর নভেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক। এখন পর্যন্ত পাকিস্তানের এই পেসার  চার টেস্ট খেলে ১৩ উইকেট নিয়ে প্রতিশ্রুতি দেখাতে শুরু করেছেন। ক্যারিয়ারের তৃতীয় টেস্টেই রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের বিপক্ষে করেছিলেন হ্যাটট্রিক। মাত্র ১৬ বছর ৩৫৯ দিনে কনিষ্ঠতম বোলার হিসেবে এই নজির গড়েছিলেন তিনি। তরুণ এই পেসারে মুগ্ধ হয়ে ফয়সালের ভবিষ্যদ্বাণী, ভবিষ্যতে এই নাসিমের 'বানি' হবেন কোহলি, অর্থাৎ নাসিমের কাছে কোহলি নাকি বারবার আউট হবেন। 

পাকিস্তানের সাবেক ব্যাটসম্যান ফয়সাল ২০০১ থেকে ২০১০ সাল পর্যন্ত ২৬ টেস্ট ও ১৮ ওয়ানডে খেলেছেন। কোহলির প্রতি সম্মান রেখেই তরুণ স্বদেশি তারকা নাসিমকে টুইটে প্রশংসায় ভাসিয়েছেন ফয়সাল, 'বিরাটের প্রতি পূর্ণ শ্রদ্ধা আছে আমার। ও দুর্দান্ত একজন ব্যাটসম্যান। তবে আমি নিশ্চিত, যে গতি ও সুইং আমাদের নতুন তারকা নাসিম শাহের আছে, তাতে বিরাট যেকোনো সময় ওর 'বানি'তে পরিণত হবে। ভবিষ্যতে এই লড়াই দেখার অপেক্ষায় রইলাম।'

এখনো ভারত বা যে কোন পর্যায়ে কোহলির বিপক্ষে খেলার সুযোগ হয়নি নাসিমের। তবে তাঁকে ভয় পায় না বলে জানিয়ে দিয়েছেন পাকিস্তানি তরুণ, 'ভারতের বিপক্ষে আমি ভালো বল করতে পারব বলেই বিশ্বাস করি। বিরাট কোহলির ক্ষেত্রে বলতে পারি, আমি তাঁকে শ্রদ্ধা করি। কিন্তু ভয় পাই না। বিশ্বের সেরা ব্যাটসম্যানের বিপক্ষে বল করা সব সময়েই চ্যালেঞ্জের। এ রকম সময়ে নিজের পারফরম্যান্সকে অন্য উচ্চতায় নিয়ে যেতে হয়। ভারত এবং বিরাট কোহলির বিরুদ্ধে খেলার জন্য আমি উন্মুখ হয়ে আছি।'