যদি সব কৃষ্ণাঙ্গ খেলা, সিনেমা থেকে বিরত থাকে?

বর্ণ বৈষম্যের বিপক্ষে লড়াইয়ে সবাইকে সঙ্গী করতে চান বোয়াটেং। ছবি: টুইটার
বর্ণ বৈষম্যের বিপক্ষে লড়াইয়ে সবাইকে সঙ্গী করতে চান বোয়াটেং। ছবি: টুইটার

যুক্তরাষ্ট্রে এক শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তার হাতে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের নিহত হওয়ার ঘটনায় ফুঁসে উঠেছে পুরো বিশ্ব। করোনাভাইরাসের সংক্রমণের মধ্যেই বিক্ষোভ চলছে যুক্তরাষ্ট্রে। বর্ণবিদ্বেষী এই ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন ফুটবলাররা। সর্বত্র চলছে প্রতিবাদ। গত মৌসুমে বার্সেলোনায় খেলে যাওয়া ঘানার ফুটবলার প্রিন্স বোয়াটেং দিয়েছেন আরও ক্ষুরধার জবাব। কৃষ্ণাঙ্গ ছাড়া পৃথিবী কেমন হতে পারে , তা সবাইকে কল্পনা করে দেখতে বলেছেন জার্মানির হয়ে যুব পর্যায়ে খেলা এই স্ট্রাইকার।

বর্তমানে তুর্কি এক ক্লাবে ধারে খেলছেন ৩৩ বছর বয়সী বোয়াটেং। স্কাই স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে এই মিডফিল্ডার বলেছেন, 'এক কাজ করুন। প্রতিটি কৃষ্ণাঙ্গ মানুষকে খেলাধুলা থেকে বাদ দেওয়া হোক এবং প্রতিটি কৃষ্ণাঙ্গ অভিনেতাকে সিনেমা থেকে বের করে আনুন। এটা কেমন হবে? বিরক্তিকর।'


ফ্লয়েডের জন্মদিন উপলক্ষ্যে এক অভিনব প্রস্তাবও দিয়েছেন তিনি, 'আমি এমন একটি দিন পেতে চাই যেদিন কোনো কৃষ্ণাঙ্গ খেলোয়াড় তাঁর কাজে যাবে না। সেটা হতে পারে জর্জ ফ্লয়েডের জন্মদিনে। এর কারণ এই নয় যে আমরা কাজ করতে চাই না বা আমাদের ক্লাবকে অসম্মান করতে চাই। কিন্তু আমরা আমাদের কৃষ্ণাঙ্গ সম্প্রদায়কে সম্মান জানাতে চাই।'


এমন সময়ে সবাইকে বর্ণ বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার হতে বলেছেন বোয়াটেং, 'কল্পনা করুন আমাদের সঙ্গে যদি শ্বেতাঙ্গরাও যোগ দেয়, কল্পনা করুন এই বার্তাটা কেমন হতে পার! যদি তাঁরা বলেন, "আমি অনুশীলনে যাব না বা আমি কাজ করতে যাব না বা আমি খেলব না।" একবার কল্পনা করুন দিনটি শনিবার, ম্যাচের দিন। এটি বড় একটি বার্তা হতে পারে।'