করোনায় আক্রান্ত ছিলেন ফ্লয়েড

জর্জ ফ্লয়েডের মৃত্যুতে প্রতিবাদের ঝড় উঠেছে যুক্তরাষ্ট্রে। ফাইল ছবি
জর্জ ফ্লয়েডের মৃত্যুতে প্রতিবাদের ঝড় উঠেছে যুক্তরাষ্ট্রে। ফাইল ছবি

পুলিশের আঘাতে জর্জ ফ্লয়েডের মৃত্যুতে যুক্তরাষ্ট্র জুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে। ঝড় বইছে হয়তো ঘাড়ে হাঁটু দিয়ে চেপে ধরে যে পুলিশ অফিসার তাঁকে মেরে ফেলেছিলেন, সেই পুলিশ অফিসারের মনেও। সাবেক এই বাস্কেটবল খেলোয়াড়কে হত্যা করার জন্য তাঁর অনুশোচনা হচ্ছে কি না কে জানে! কিন্তু এরই মধ্যে তিনি তো জেনেই গেছেন মৃত্যুকালে ফ্লয়েড করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন। এটা ওই পুলিশ অফিসারের মনে হয়তো ভয় ঢুকিয়ে দেবে, করোনা আক্রান্ত একজনের কাছে এসেছেন, ওই পুলিশ অফিসারও যে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে আছেন।

ফ্লয়েডের মারা যাওয়ার কারণ নির্ণয় করতে গিয়ে যে পরীক্ষা করা হয়েছে তাতেই উঠে এসেছে তাঁর করোনা আক্রান্ত থাকার বিষয়টি। ময়নাতদন্ত শেষে সেটি প্রকাশ করতে অবশ্য ফ্লয়েডের পরিবারের কাছ থেকে অনুমতি নিয়েছেন দায়িত্বরত চিকিৎসক।

ময়নাতদন্তের ২০ পাতার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এপ্রিলের ৩ তারিখে করোনা টেস্টে পজিটিভ ধরা পড়েছিলেন ফ্লয়েড। যেটা মৃত্যুর সময়ও পজিটিভই ছিল বলে জানানো হয়েছে।