হাতির জন্য কোহলির কান্না, সেখানেও নানা প্রশ্ন

প্রাণীদের আরও ভালোবাসার দৃষ্টিতে দেখার অনুরোধ কোহলির। ছবি: এএফপি
প্রাণীদের আরও ভালোবাসার দৃষ্টিতে দেখার অনুরোধ কোহলির। ছবি: এএফপি

সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো বিষয়ে কথা বলার ক্ষেত্রে এই প্রশ্নটার মুখোমুখি সম্ভবত সব সেলেব্রিটিকেই হতে হয়। এক বিষয় নিয়ে কথা বললেন, তো নিচে মন্তব্য এল, 'এই বিষয় নিয়ে বললেন, তমুক বিষয় নিয়ে তো কিছু বললেন না!' কখনো শোনা যায়, 'তখন আপনার চোখ বন্ধ ছিল কেন?' বিরাট কোহলিও সেটি এবার টের পাচ্ছেন। 

দুদিন আগে ভারতের কেরালায় একটি গর্ভবতী বন্য হাতিকে মেরে ফেলা হয়। গুঞ্জন, গ্রামবাসী একটি আনারসের মধ্যে পটকা ঢুকিয়ে সেটি ক্ষুধার্ত হাতিটিকে খাওয়ায়, পরে সেই পটকা হাতিটির মুখেই বিস্ফোরিত হলে হাতিটি মারা যায়। আবার অনেকে বলছেন, আনারসে পটকা ঢুকিয়ে শস্যক্ষেতের পাশে এমনিতেই রাখা হয় যাতে বন্য শুকরের আক্রমণ থেকে শস্য ক্ষেতকে রক্ষা করা যায়। হাতিটি সেই আনারস খেয়েই মারা গেছে।

কোনটি সত্য, এখনো জানা যায়নি। বুধবার কেরালা সরকার ঘোষণা দিয়েছে, একটি তদন্ত দল ঘটনাটি তদন্ত করবে। তবে এখন পর্যন্ত মানুষের হাতে অমানবিকভাবে হাতিটির খুন হওয়ার কথাই বেশি ছড়াচ্ছে। বর্বরতার চূড়ান্ত এই নিদর্শনে কষ্ট পেয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলিও। একটি হাতির গর্ভে বাচ্চা হাতি, স্বর্গে হাঁটছে তারা – এমন একটি ছবি গতকাল টুইট করে কোহলি লিখেছেন, 'কেরালাতে যা হয়েছে, সেটি শুনে ভীষণ কষ্ট পেয়েছি। চলুন আমাদের প্রাণীদেরও ভালোবাসার চোখেই দেখি, এই কাপুরুষের মতো কাজগুলোর শেষ টানি।'

মানুষকে মানবিক দিকগুলো স্মরণ করিয়ে দেওয়া আবেগি এই টুইটে কোহলিকে ধন্যবাদ জানাচ্ছেন অনেকে। তবে এর মধ্যেও কিছু মন্তব্য এল অন্য ইস্যুতে কোহলি কেন কথা বলেন না, সেই প্রশ্ন টেনে। কেউ প্রশ্ন করছেন কাশ্মির প্রসঙ্গ নিয়ে, তো কারও মন্তব্যে অন্যান্য সময়ে মানুষের প্রতি নানা অমানবিক আচরণের উদাহরণ। মীনা দাস নারায়ন নামে একজন তো লিখেছেন, 'তোমার স্ত্রীকে বলো হিন্দুদের অনুভূতিতে আঘাত দেওয়া সিরিজ না বানাতে!'