হার্দিক ধরিয়ে দিলেন মুশফিকের ভুল

মুশফিক সেদিন তীরে গিয়েও তরী ভেড়াতে পারেননি। ছবি: প্রথম আলো
মুশফিক সেদিন তীরে গিয়েও তরী ভেড়াতে পারেননি। ছবি: প্রথম আলো
>২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচে মুশফিকুর রহিমের ভুল ধরিয়ে দিলেন হার্দিক পান্ডিয়া।

শেষ ৩ বলে ২ রান দরকার ছিল। ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচে হার্দিক পান্ডিয়ার বলে ছক্কা মেরে ম্যাচ শেষ করতে গিয়ে উল্টো মিড উইকেটে ক্যাচ দেন বাংলাদেশের উইকেটকিপার-ব্যাটসম্যান মুশফিকুর রহিম। পরের বলে একই ভুল করেন মাহমুদউল্লাহ। লো ফুলটসে ছয় মারতে গিতে ক্যাচ তোলেন। শেষ বলে রান আউট মোস্তাফিজুর রহমান। শেষ ৩ বলে ৩ উইকেট হারিয়ে অবিশ্বাস্যভাবে ১ রানে হারে বাংলাদেশ। স্নায়ু চাপ ধরে রেখে বিশ্বকাপে টিকে থাকে ভারত, বাংলাদেশ যায় ছিটকে।

ভুলের শুরু করেছিলেন মুশফিক। বড় শট না খেলে মাথা ঠাণ্ডা করে এক রানের জন্য খেললেই সেদিন গল্পটা ভিন্ন হতে পারত। চার বছর আগের ঘটনা সম্প্রতি আবার উঠে এসেছে হার্দিক পান্ডিয়ার এক সাক্ষাৎকারে। সেখানে মুশফিকের ভুল নিয়ে খোঁচা দিয়েছেন হার্দিক, 'যদি আমি ব্যাটিংয়ে থাকতাম, আমি এক রান নিয়ে নিরাপদ হতে চাইতাম। এরপর ম্যাচ শেষ করার জন্য বড় শট খেলার চেষ্টা করতাম।'

তবে সেদিন শেষ ওভারের শেষ ৩ বলে যা হয়েছে সে জন্য ভাগ্যকেই ধন্যবাদ দেন এই ভারতীয় অলরাউন্ডার, 'আমি চিন্তা করেছি, এক রানের জন্য সবচেয়ে কঠিন বল যেটা সেটা করব। ভেবেছি ব্যাক অব দ্য লেংথ সবচেয়ে কঠিন হবে এক রানের জন্য। কিন্তু সে (মুশফিক) বড় শট খেলতে গিয়ে আউট হয়। পরে (মাহমুদউল্লাহকে) আমি ইয়র্কার করতে গিয়ে হয়ে যায় ফুলটস। আমি বিশেষ কিছু করিনি। ভাগ্যে ছিল, হয়ে গেছে।'