আগামী দুই মাসেও তাহলে মাঠে নামছেন না কোহলিরা

কোহলিদের দুটি আন্তর্জাতিক সফর বাতিল হয়ে গেছে। ফাইল ছবি
কোহলিদের দুটি আন্তর্জাতিক সফর বাতিল হয়ে গেছে। ফাইল ছবি

ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) কাল জানিয়ে দিয়েছে, জুনে কোহলিদের শ্রীলঙ্কা সফরটা হচ্ছে না। চলতি মাসের সফরই শুধু নয়, বিসিসিআই বাতিল করেছে আগস্টের শেষ দিকে জিম্বাবুয়ে সফরও। তার মানে আগামী দুই মাসে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার কোনো সম্ভাবনা নেই কোহলিদের।

উপমহাদেশে এই মুহূর্তে কোভিড-১৯ মহামারীতে ভারত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ। বিশ্বে করোনাভাইরাসের আক্রান্তের সংখ্যায় দেশটি চলে এসেছে শীর্ষ চারে। সংক্রমণ যেখানে কমছে না, বরং দিনে দিনে বাড়ছে। কোহলিরা কীভাবে ক্রিকেটে ফিরবেন? বিসিসিআই তাই সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে আগামী দুই মাসে নিজেদের দুটি আন্তর্জাতিক সফরই বাতিল করে দিয়েছে, 'বর্তমান কোভিড-১৯ মহামারীর মধ্যে ভারতীয় দল শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে সফরে যাবে না। তিনটি ওয়ানডে ও তিনটি টোয়েন্টি খেলতে ভারতীয় দলের শ্রীলঙ্কায় যাওয়ার কথা ছিল আগামী ২৪ জুন। জিম্বাবুয়ের বিপক্ষে তিন ওয়ানডে শুরু হওয়ার কথা ছিল ২২ আগস্ট।'
কোহলিরা কবে ক্রিকেটে ফিরতে পারেন, এই উত্তর এখন দেওয়া কঠিন। বিসিসিআই তাই বলছে, 'আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটে ফেরার পদক্ষেপ নিতে ভারতীয় ক্রিকেট বোর্ড প্রতিশ্রুতিবদ্ধ। তবে এই দুর্যোগের মধ্যে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না। ভারতীয় সরকার যে নির্দেশনা দিচ্ছে কর্মকর্তারা সবকিছু লক্ষ্য করছেন। বিসিসিআই এ পর্যবেক্ষণ অব্যাহত রাখবে এবং পরিবর্তিত পরিস্থিতি মূল্যায়ন করবে।'