নিজের খেয়াল রাখতে বললেন মুশফিক, সাকিব-কন্যাও দিল পরামর্শ

করোনা নিয়ে মুশফিক ও সাকিব-কন্যার পরামর্শ। ছবি: ফেসবুক
করোনা নিয়ে মুশফিক ও সাকিব-কন্যার পরামর্শ। ছবি: ফেসবুক

দেশে করোনা পরিস্থিতি উন্নতির কোনো আভাস এখনো পাওয়া যাচ্ছে না। করোনাভাইরাসের সংক্রমণের গ্রাফটা ভীষণ ঊর্ধ্বমুখী। এই পরিস্থিতিতে যদিও দেশের সরকারি-বেসরকারি অফিস চলছে। চালু আছে গণপরিবহনও। মুশফিকুর রহিম তাই বলছেন, নিজের সুরক্ষা নিজেই নিশ্চিত করুন।

আজ সন্ধ্যায় ফেসবুকে এক ভিডিও বার্তায় মুশফিক বললেন, 'আশা করি আপনারা ভালো থাকার চেষ্টা করছেন। সবাই জানি করোনাভাইরাসের সংক্রমণের হার আর মৃত্যুর হার বেড়েই চলেছে। আমাদের তাই আগের চেয়ে আরও বেশি সচেতন ও সকল স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। নিজের সুরক্ষা নিজের হাতে। আপনি সুরক্ষিত থাকলে আপনার পরিবারও সুরক্ষা থাকবে।'

মুুশফিকের মতো আজ ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেছেন সাকিব আল হাসানও। বাঁহাতি অলরাউন্ডার অবশ্য নিজে কিছু বলেননি। ভিডিও বার্তায় বলেছে তাঁর মেয়ে আলাইনা। 'করোনাভাইরাস নিয়ে আমরা চটপটে সবজান্তার কিছু পরামর্শ' লিখে সাকিব যে ভিডিওটা পোস্ট করেছেন, সেখানে আলাইনা বলছে, 'হাত ধুতে হবে। মাস্ক পড়তে হবে। সুরক্ষার কাপড় পড়তে হবে। সব সময়ই হাত, শরীর, পা ধুতে হবে...।' পাশ থেকে যখন কেউ (সম্ভবত সাকিবের স্ত্রী শিশির) একজন যোগ করলেন, 'পুষ্টিকর খাবার খেতে হবে।' এতে অবশ্য বেশ আপত্তি আছে আলাইনার, 'আমি এটা বলিনি।'

পুষ্টিকর খাবারের প্রতি শিশুদের চিরায়ত বিরক্তিটা ঝরল সাকিব-কন্যার কণ্ঠে!