মাশরাফির শাশুড়ি করোনায় আক্রান্ত

করোনাভাইরাসের ধাক্কা লাগল মাশরাফি বিন মুর্তজার পরিবারেও। কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়কের শাশুড়ি ও তাঁর স্ত্রী সুমনা হকের এক ভাগনি।

পারিবারিক সূত্রে জানা গেছে, নড়াইল-২ আসনের সাংসদ মাশরাফির শাশুড়ি হোসনে আরা করোনা পজিটিভ হয়েছেন। নড়াইলের সিভিল সাজর্ন আবদুল মোমেন বিষয়টি নিশ্চিত করেছেন। প্রথম আলোকে তিনি বলেন, ‘গত শনিবার তাঁর করোনা নমুনা সংগ্রহ করা হয়। গতকাল রোববার রাতে সাংসদ মাশরাফির শাশুড়ির রিপোর্ট পজিটিভ এসেছে। বতর্মানে তিনি বাড়িতেই চিকিৎসা নিচ্ছেন।’

পারিবারিক সূত্রে আরও জানা গেছে, শুধু মাশরাফির শাশুড়িই নন, তাঁর শ্যালিকা রিপার মেয়ে আগামীও আক্রান্ত হয়েছেন করোনায়। বিষয়টি নিয়ে স্বাভাবিকভাবেই ভীষণ উদ্বিগ্ন মাশরাফি।

এরই মধ্যে নড়াইল সদর ও লোহাগড়া হাসপাতালে ৮ চিকিৎসক এবং হাইওয়ে পুলিশের ১৪ সদস্যসহ জেলায় মোট ৬১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৮ জন চিকিৎসকসহ ২৩ জন সুস্থ। মারা গেছেন ২ জন।