সেরাদের আলোচনায় সাকলায়েনের মুখে বুদ্ধিমান সাকিবের নাম

সাকিবের বুদ্ধিদীপ্ত বোলিং মুগ্ধ করেছে সাকলায়েনকে। ফাইল ছবি
সাকিবের বুদ্ধিদীপ্ত বোলিং মুগ্ধ করেছে সাকলায়েনকে। ফাইল ছবি

ফিঙ্গার স্পিনারদের বড় এক অস্ত্র সরবরাহ করেছেন সাকলায়েন মুশতাক। আধুনিক ক্রিকেটে টিকে থাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ হল বোলিংয়ে বৈচিত্র্য থাকা। দুসরা আবিষ্কার করে অফ স্পিনারদের বড় বাঁচা বাঁচিয়েছেন সাবেক এই পাকিস্তানি তারকা। কোচ হিসেবে বিশ্বের নানা প্রান্তে তাই কদর তাঁর। সেই সাকলায়েন যখন বর্তমানে সেরা স্পিনারদের তালিকা বানান, সেটা গুরুত্ব পেতে বাধ্য।

ক্রিকেট পাকিস্তানকে দেওয়া সাক্ষাৎকারে টেস্ট ও ওয়ানডেতে নিজের প্রিয় স্পিনারদের নিয়ে কথা বলেছেন, ‘বড় দৈর্ঘ্যের ম্যাচে বিশ্বের সেরা স্পিনার নাথান লায়ন। কারণ সব বড় দল, এমনকি ভারত ও পাকিস্তানের বিপক্ষেও সে ভালো করেছে। অশ্বিনও ভালো বোলার, কিন্তু শুধু ঘরের মাঠে। সীমিত ওভারের ক্রিকেটে কুলদীপ যাদব খুবই ভালো স্পিনার। ক্রিকেটীয় দিক থেকেও সে শিক্ষিত।’


এরপরই এসেছে সাকিব আল হাসানের প্রসঙ্গ। কুলদীপস্তুতি শেষ করেই সাকিবের বুদ্ধিমত্তার প্রশংসা করেছেন সাকলায়েন, ‘বাংলাদেশের সঙ্গে যখন কাজ করেছি, তখন সাকিব আল হাসানকে কাছ থেকে দেখেছি। সে খুবই বুদ্ধিমান বোলার।’

সেরাদের আলোচনায় পাকিস্তানের কেউ নেই? সাকলায়েন অতটা নিষ্ঠুর হতে পারেননি তাঁর দেশের প্রতি। পাকিস্তান থেকে দুজন লেগ স্পিনার বেছে নিয়েছেন সাকলায়েন, ‘পাকিস্তানে শাদাব (খান) অনেক প্রতিশ্রুতিশীল এবং আমার মনে হয় টেস্টেও সে ভালো করতে পারে। আর রেকর্ডই বলে ইয়াসির শাহ বিশ্বমানের স্পিনার।’