পুসকাসকে টপকে গেলেন বেনজেমা

ভলিতে গোল করলেন বেনজেমা। ছবি: টুইটার
ভলিতে গোল করলেন বেনজেমা। ছবি: টুইটার

সান্তিয়াগো বার্নাব্যু নয়, আলফ্রেডো ডি স্টেফানো স্টেডিয়ামে নেমেছিল রিয়াল মাদ্রিদ। একদিক বিচারে বলা যায়, ফেরেঙ্ক পুসকাসের সতীর্থের নামকে অন্তত সাক্ষী রাখতে পারলেন করিম বেনজেমা।

ভ্যালেন্সিয়ার বিপক্ষে কাল রিয়াল যেমন খেলেছে, তাতে দর্শকহীন মাঠে খেলা গড়ানোর আক্ষেপটা আরও বাড়বে। চোখধাঁধানো ফুটবলই খেলেছে জিনেদিন জিদানের দল। ভ্যালেন্সিয়াকে ৩-০ গোলে হারানোর এ ম্যাচে জোড়া গোল করেন বেনজেমা। অন্য গোলটি মার্কো এসেনসিওর। চোটের কারণে ৩২৯ দিন মাঠের বাইরে থাকার পর মাঠে নেমেছিলেন এই স্প্যানিশ। গোল করেছেন বলে প্রথম স্পর্শেই!

তবে বেনজেমাকে নিয়েই কথা হচ্ছে বেশি। করোনা মহামারির কারণে খেলা বন্ধ হওয়ার আগেও ফর্মে ছিলেন ফরাসি স্ট্রাইকার। খেলা ফেরার যেন শুরু করলেন সেখান থেকেই। কাল জোড়া গোল করে তিনি ছাপিয়ে যান হাঙ্গেরি ও রিয়াল কিংবদন্তি ফেরেঙ্ক পুসকাসকে।

৬১ মিনিটে প্রথম গোলটি দিয়ে পুসকাসকে ছুঁয়ে ফেলেন বেনজেমা। সমান ২৪২ গোল দাঁড়ায় দুজনের। শেষ বাঁশি বাজার ৪ মিনিট আগে খেলেছেন ভ্যালেন্সিয়ার রক্ষণ নিয়ে। বাতাসে বল নিয়ন্ত্রণ করে তা জালে পাঠান বাঁ পায়ের ভলিতে। এর মধ্য দিয়ে রিয়ালের ইতিহাসে পঞ্চম সর্বোচ্চ গোলদাতায় উঠে এলেন বেনজেমা (২৪৩ গোল)।

 রিয়ালের হয়ে পাঁচবার ইউরোপিয়ান কাপজয়ী (এখন চ্যাম্পিয়নস লিগ) পুসকাস অবশ্য ম্যাচ খেলার দিক থেকে বেনজেমার চেয়ে পিছিয়ে। ‘লস ব্লাঙ্কোস’দের হয়ে ২৬২ ম্যাচ খেলেছেন ‘গ্যালোপিং মেজর’খ্যাত পুসকাস। বেনজেমা তাঁর প্রায় দ্বিগুণ ম্যাচ খেলেছেন।

রিয়ালের হয়ে ন্যূনতম আট মৌসুম ২০ গোল করার নজির খুব বেশি ফুটবলারের নেই। কাল ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচটি দিয়ে রিয়ালের চতুর্থ খেলোয়াড় হিসেবে এ পাতায় নাম লেখান বেনজেমা। তাঁর সঙ্গে রয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো, আলফ্রেডো ডি স্টেফানো ও রাউল গঞ্জালেস।